পূবালী ব্যাংক থেকে প্রায় ২৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্তৃপক্ষের করা মামলার তদন্তে মাত্র সাড়ে তিন লাখ টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত কর্মকর্তা। তাঁর প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন অভিযোগপত্র অনুমোদন দিয়েছে।
অভিযোগপত্রে মেসার্স অনির্বাণ সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মোসলেহ উদ্দিন আহমেদকে আসামি করা হয়েছে। ২৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে তাঁর বিরুদ্ধে ২০০৫ সালে মামলা হলেও এত বছর পর অভিযোগপত্রে তাঁর বিরুদ্ধে সাড়ে তিন লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
সূত্র জানায়, পূবালী ব্যাংকের কনজ্যুমারস ক্রেডিট প্রকল্পে গ্রাহকের কাছে ঋণ বিতরণ ও তা আদায় করার জন্য এজেন্ট নিযুক্ত হন মেসার্স অনির্বাণ সার্ভিসেস লিমিটেডের এমডি মো. মোসলেহ উদ্দিন আহমেদ। ওই দায়িত্ব পালনকালে তাঁর বিরুদ্ধে ১৭৩ জন গ্রাহকের কাছ থেকে ২৮ লাখ ৮১ হাজার ১৮৩ টাকা তুলে আত্মসাৎ করার অভিযোগ ওঠে। ১৯৯৮ সালের ওই ঘটনায় ২০০৫ সালে বিশেষ আদালতে মামলা করে পূবালী ব্যাংক।
দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য গতকাল বলেন, তদন্ত কর্মকর্তা যে পরিমাণ অর্থ আত্মসাতের প্রমাণ পেয়েছেন, তারই ভিত্তিতে কমিশন অভিযোগপত্র অনুমোদন দিয়েছে।