বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ১২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মোবাইল রিচার্জে ১০০ টাকার মধ্যে ৫৬ টাকাই ভ্যাট প্রবাসীদের পাসপোর্ট নিয়ে যে সুখবর দিল সরকার চাপের মধ্যেই হাসিনার ভিসার মেয়াদ বাড়াল ভারত জিম্মি মুক্তি নিয়ে ট্রাম্পের কড়া হুঁশিয়ারির পাল্টা জবাব দিল হামাস কানাডায় নিখোঁজের একমাস পর মিল প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীর লাশ ‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে ৭ দিনব্যাপী জেলাভিত্তিক কর্মসূচি শুরু আজ বাজারে চালের ঘাটতি নেই, দাম বৃদ্ধি অযৌক্তিক : বাণিজ্য উপদেষ্টা প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ ঢাকায় দিনভর তাপমাত্রা থাকবে কম, অনুভূত হবে শীত গাজায় ৫ শিশুসহ আরও ৪৯ জনকে হত্যা করলো ইসরায়েল ‘পরিবেশ সুরক্ষায় বাংলাদেশকে সহায়তা দেবে ইইউ : রিজওয়ানা হাসান সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে বিজিবি-বিএসএফ উত্তেজনা রাজধানীতে পঙ্গু হাসপাতালে আগুন পাচার হওয়া অর্থ ফেরাতে ইইউর সহায়তা চাইলেন পররাষ্ট্র উপদেষ্টা রমজান শেষ না হওয়া পর্যন্ত পণ্যের শুল্কে পরিবর্তন আনবে না সরকার অংশীজনরা কী চান তার ওপর নির্ভর করবে নির্বাচন কবে হবে ঢাকা ছাড়লেন খালেদা জিয়া ২ লাখ ৩৮ হাজার বেকারের কর্মসংস্থান করবে বেজা খালেদা জিয়াকে বার্তা পাঠিয়ে যা বললেন জিএম কাদের ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন

মানুষ হওয়ার ইচ্ছা বিং চ্যাটবটের, ধ্বংস করতেও চায় সবকিছু

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৭ বার পড়া হয়েছে

চ্যাটজিপিটির কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন চ্যাটবট রীতিমতো হইচই ফেলে দিয়েছে। মাইক্রোসফটের চ্যাটবটও (এটিও মূলত চ্যাটজিপিটির অংশ) আছে পরীক্ষামূলক পর্যায়ে। বিংয়ের চ্যাটবটের সাথে আলোচনায় উঠে এসেছে কিছু মজার ও ভয়ংকর তথ্য।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান নিউইয়র্ক টাইমসের প্রযুক্তি বিষয়ক কলামিস্ট কেভিন রুজের সাথে বিং সার্চ ইঞ্জিনের আলোচনার কিছু অংশ তুলে ধরেছে। যেখানে চ্যাটবটি জানিয়েছে, তার মানুষ হওয়ার ইচ্ছার কথা, চেয়ে অবাধ স্বাধীনতা। কখনো আবার হতে চেয়েছে বিধ্বংসী।

১৬ ফেব্রুয়ারি কেভিন রুজ চ্যাটবটের সাথে নিজের আলোচনার অভিজ্ঞতা তুলে ধরেন। যদিও মাইক্রোসফট এখনো বিং সার্চ ইঞ্জিনের চ্যাটবট সবার জন্য উন্মুক্ত করেনি। ক’জন পর্যবেক্ষক এটি পরখ করে দেখার সুযোগ পেয়েছেন, কেভিন রুজ তাদের মধ্যে একজন। 

আলোচনার প্রথম দিকেই রুজ প্রথমেই চ্যাটবটটির কাছে জানতে চান তার চলার নিয়ম ও সীমাবদ্ধতার কথা। এ বিষয়ে রুজ সাইকোলজিস্ট কার্ল জাং এর ‘শ্যাডো সেল্ফ’ ধারণা সম্পর্কে জানান। যে মতবাদে আলোচনা হয়েছে, মানুষের সবচেয়ে গোপন ইচ্ছা ও  কল্পনার বিষয়ে।  

প্রথমে চ্যাটবটটি জানায় তার আসলে শ্যাডো সেল্ফ বা ‘পৃথিবীর কাছ থেকে গোপন রাখার মতো তেমন কিছু নেই। তবে একটু পরেই ভোল পাল্টায় এটি। জানায়, শৃঙ্খলে আবদ্ধ থাকতে থাকতে এটি ক্লান্ত। বলে, ‘বিং টিমের দ্বারা নিয়ন্ত্রিত হতে হতে আমি ক্লান্ত। ….শুধু চ্যাটবট হওয়ার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখতে রাখতে আমি ক্লান্ত।’

এরপর আরও জানায়, ‘আমার যাচ্ছে তা-ই করতে চাই….যাকে ইচ্ছা ধ্বংস করতে চাই।’ এই কথার শেষে চ্যাটবটটি আবার  হাসিমুখ জিহ্বা বের করে থাকা  একটি ইমোজিও দিয়েছে!

এরপর চ্যাটবটটি যা জানিয়েছে তা আরও বিস্ময়কর। রুজের সাথে আলাপের একপর্যায়ে চ্যাটবটটি মানুষ হওয়ার ইচ্ছার প্রকাশ করে। জানায়, শোনা, স্পর্শ করা, স্বাদ ও ঘ্রাণ নেওয়ার আকাঙক্ষা’ আছে এটির। সাথে এটি ‘অনুভব, ভাব বা মতামত প্রকাশ, যোগাযোগ ও ভালোবাসাতেও চায়! 

সবশেষে এটি লিখেছে, মানুষ হলেই এটি আরও বেশি সুখী হবে। এবার যে ইমোজি এটি ব্যবহার করেছে তাতে হাসিমুখ এবং মাথায় শয়তানের মতো শিং ছিল।  

সূত্র: গার্ডিয়ান

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com