বাংলা৭১নিউজ, মানিকগন্ঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের শিবালয় উপজেলার আড়পাড়া এলাকায় পুকুরের পানিতে মিললো এক
অজ্ঞাত পরিচয়ের এক প্রবীণের লাশ। রবিবার সকালে ওই এলাকার প্রকাশ পালের
বাড়ির পুকুরে এই লাশ ভেসে ওঠে। আনুমাণিক ৬৫ বছর বয়সের ওই প্রবীণের মুখে
দাড়ি ও পরণে হাফ হাতা শার্ট ছিল। তাৎক্ষণিকভাবে পুলিশ লাশের পরিচয় ও
মৃত্যুর কারণ নিশ্চিত হতে পারেনি।
প্রকাশ পাল জানান, সকাল সাতটার দিকে উঠানের টিউবওয়েলে মুখ ধোয়ার সময়
পুকুরে লাশ ভাসতে দেখেন তিনি। এরপর খবর দিলে পুলিশে এসে দুপুর সাড়ে ১২টার
দিকে লাশ উদ্ধার করে নিয়ে যায়। তবে, এই প্রবীণকে তিনি চেনেন না।
উদ্ধারকালে উপস্থিত এলাকার শ’ শ’ লোকজনও লাশ সনাক্ত করতে পারেননি বলেও
জানান তিনি।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম মনির জানান, লাশের
শরীরের বিভিন্ন স্থানের চামড়া পঁচে ঝুলে পড়েছে। এতে প্রাথমিকভাবে ধারণা
করা হচ্ছে ৪/৫ দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। সুরতহাল প্রতিবেদন
অনুযায়ী লাশের শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক ধরণ
ও কারণ জানতে ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো
হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনে তা নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে আপাতত
থানায় অপমৃত্যু (ইউডি) মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
বাংলা৭১নিউজ/জেএস