জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসেবে পরিচয় দেন সাইফুল ইসলাম দিলদার। অথচ তার বিরুদ্ধে আছে জমি দখল, নারী নির্যাতন, প্রতারণা ও সন্ত্রাসী বাহিনী পরিচালনার অভিযোগ। সেই সাইফুল ইসলাম দিলদারসহ সাত প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১২ জুন) দুপুরে রাজধানীর তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) অপূর্ব হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রোববার (১১ জুন) মো. আখতারুজ্জামান নামের এক ব্যক্তি থানায় মামলা দায়ের করেন। মামলার অভিযোগের ভিত্তিতে ওই সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে বিকেলে তেজগাঁও পুলিশ কমিশনার (ডিসি) কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন অপূর্ব হাসান।
বাংলা৭১নিউজ/এসএইচ