বাংলা৭১নিউজ,ডেস্ক: ধীরস্থিরভাবে কোরআন তিলাওয়াত করো
ইরশাদ হয়েছে, ‘অবিশ্বাসীরা বলে, সমগ্র কোরআন তাঁর ওপর কেন একবারে অবতীর্ণ হলো না? এভাবে আমি অবতীর্ণ করেছি আপনার হৃদয়কে তা দ্বারা মজবুত করার জন্য এবং আমি তা ধীরে ধীরে স্পষ্টভাবে আবৃতি করেছি।’ (সুরা : ফোরকান, আয়াত : ৩২)
সব সমস্যার সমাধান আল্লাহ দিয়েছেন
ইরশাদ হয়েছে, ‘তারা আপনার কাছে এমন কোনো সমস্যা উপস্থাপন করে না, যার সঠিক সমাধান ও সুন্দর ব্যাখ্যা আমি আপনাকে দান করি না।’ (সুরা : ফোরকান, আয়াত : ৩৩)
আল্লাহর শাস্তি থেকে শিক্ষা নাও
ইরশাদ হয়েছে, ‘এবং নুহের সম্প্রদায়কেও, যখন তারা রাসুলদের প্রতি মিথ্যারোপ করল, তখন আমি তাদের নিমজ্জিত করলাম এবং তাদের মানবজাতির জন্য নিদর্শন বানিয়ে রাখলাম। জালিমদের জন্য আমি প্রস্তুত করেছি মর্মন্তুদ শাস্তি।’ (সুরা : ফোরকান, আয়াত : ৩৭)
দ্বিন প্রচারকরা যুগে যুগে তাচ্ছিল্যের শিকার হয়েছে
ইরশাদ হয়েছে, ‘তারা যখন আপনাকে দেখে, তখন কেবল ঠাট্টা-বিদ্রুপের পাত্র হিসেবে গ্রহণ করে এবং বলে, এই কি সে যাকে আল্লাহ রাসুল করে পাঠিয়েছেন?’ (সুরা : ফোরকান, আয়াত : ৪১)
প্রবৃত্তিকে উপাস্য হিসেবে গ্রহণ কোরো না
ইরশাদ হয়েছে, ‘আপনি কি তাকে দেখেন না যে তার কামনা-বাসনাকে উপাস্য হিসেবে গ্রহণ করেছে? তবু কি আপনি তার কর্মবিধায়ক হবেন?’ (সুরা : ফোরকান, আয়াত : ৪৩)
বাংলা৭১নিউজ/এইচএম