মাদারীপুরের শিবচরে পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ে বাস দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। রোববার সকালে উপজেলার কুতুবপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন ২৫ জন।
মাদারীপুরের পুলিশের সুপার মো. মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, ঢামেক সূত্র জানিয়েছে, রোববার বেলা ১১টার দিকে দুজনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরে তাদের মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এই দুর্ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে ৭ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস মাদারীপুরের শিবচরের পদ্মাসেতুর আগে এক্সপ্রেসওয়ের কুতুবপুর এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় দুমড়ে-মুচড়ে যায় বাসটি।
হাইওয়ে পুলিশের ডিআইজি সালমা বেগম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, এক্সপ্রেস সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি। এখন পর্যন্ত ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, আমরা এখনো নিহতদের কারো নাম ঠিকানা শনাক্ত করতে পারিনি। শনাক্ত করা গেলে তাদের পরিবার হাতে লাশ হস্তান্তর করা হবে।
বাংলা৭১নিউজ/এসএইচ