মাদারীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মজিবর রহমান খানকে (৬৮)
কুপিয়ে জখম করেছে মুখোশধারী দুর্বৃত্তরা।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে শহরের ২ নম্বর শকুনি এলাকায় হামলার শিকার হন তিনি। পরে রাতেই চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।
পুলিশ, পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মজিবর রহমান শহরের কলেজগেট এলাকা থেকে পায়ে হেঁটে ২ নম্বর শকুনি এলাকার বাসায় ফিরছিলেন। বাসার কাছাকাছি আসামাত্র একদল মুখোশধারী দুর্বৃত্ত এলোপাতাড়ি কুপিয়ে তাকে জখম করে। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসেন। অবস্থা গুরুতর হওয়ায় রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত মজিবর রহমান খানের ভাতিজা সজল খান বলেন, ‘বর্তমান চেয়ারম্যান লাভলু তালুকদার তার সস্ত্রাসী বাহিনী দিয়ে আমার চাচাকে কুপিয়ে জখম করেছেন। আমরা এ ঘটনার বিচার চাই।’
এ বিষয়ে অভিযুক্ত পেয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাভলু তালুকদার বলেন, ‘এ ঘটনার সঙ্গে আমি জড়িত নই। রাজনৈতিক কারণে আমাকে জড়ানো হচ্ছে। এটা আমার নামে মিথ্যা অভিযোগ।’
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ কাজ শুরু করেছে। পূর্বশত্রুতা নাকি এলাকার বিরোধের কারণে এ হামলা তা নিশ্চিত হতে তদন্ত চলছে।
বাংলা৭১নিউজ/এসএইচ