মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় রাজধানীতে মাদকদ্রব্যসহ ৫১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
বুধবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। ডিএমপির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৫১ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক হাজার ৫৭ পিস ইয়াবা, ৭০ গ্রাম হেরোইন, ১৫ কেজি ৫০ গ্রাম গাঁজা, ৩৮ লিটার বিদেশি মদ, ২ দশমিক ৫ লিটার স্প্রিট ও ৩০৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩৪টি মামলা রুজু হয়েছে বলে জানানো হয়েছে মহানগর পুলিশের পক্ষ থেকে।
বাংলা৭১নিউজ/এমকে