নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি মাঠ থেকে রোজিনা নামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার সাদিপুর ইউনিয়নের গজারিয়াপাড়া এলাকা থেকে শুক্রবার দুপুরের মরদেহটি উদ্ধার করা হয় হয়।
নিহত ৩৪ বছর বয়সী রোজিনা রাজধানীর মিরপুরের দক্ষিণ কোটি বাড়ি এলাকার এক নম্বর গলির বাসিন্দা। তার বাবার নাম আব্দুল হামিদ।
সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক আহসান হাবিব জানান, গ্রামের লোকজন ওই নারীর লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। মরদেহটি বেরিবাধের রাস্তা থেকে বেশ ভেতরে একটি মাঠের মধ্যে পাওয়া গেছে। ওই নারীর গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। ধারণা করা হচ্ছে, রোজিনাকে এই মাঠেই হত্যা করা হয়েছে।
তবে কারা তাকে হত্যা করেছে তা এখনো সনাক্ত করা যায়নি। রোজিনা কিভাবে ও কার সঙ্গে এখানে এসেছেন তার খোঁজ করা হচ্ছে। ইতিমধ্যে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
সাদিপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার তাজুল ইসলাম জানান, যেখানে লাশ পাওয়া গেছে সেটি একটি চক। সকালে গ্রামের লোকজন লাশ দেখে আমাকে জানালে আমি পুলিশে খবর দেই। ওই নারী এলাকার নয়, হয়তো রাতে অন্য কোন স্থান থেকে এখানে এনে হত্যা করা হয়েছে।
নিহত নারীর সঙ্গে তার পরিচয়পত্র পাওয়া গেছে।
বাংলা৭১নিউজ/এসএইচ