শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস ক্যাডার! হাইকোর্টের নতুন রেজিস্ট্রার হাবিবুর রহমান সিদ্দিকী লামায় অগ্নিসংযোগ: ক্ষতিগ্রস্তদের পাশে উপদেষ্টা-প্রশাসন নসরুল হামিদের ৩৬ কোটি টাকার সম্পদ, অস্বাভাবিক লেনদেন ৩১৮১ কোটি তিন উপদেষ্টাকে বিপ্লবী হতে বললেন সারজিস আলম জামিন নামঞ্জুর, কারাগারে আওয়ামী লীগ নেতা বলরাম ফায়ার ফাইটার নিহতের ঘটনায় শাহবাগ থানায় মামলা কোরিয়া থেকে ৬৯৩ কোটি টাকার এলএনজি কিনবে সরকার সাভারে বন্ধ টিএমআর কারখানা চালুর নির্দেশনা উপদেষ্টার দুদকের সাবেক কমিশনার জহুরুল হকের দুর্নীতির অনুসন্ধান শুরু কনস্টাসকে ধাক্কা দেওয়ায় কোহলিকে আইসিসির শাস্তি শেখ হাসিনা-শেখ রেহানার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু সচিবালয়ে অগ্নিকাণ্ডে প্রকৃত দোষীদের খুঁজে বের করার দাবি ফখরুলের ১১ বছর পর দেশে ফিরছেন ব্যারিস্টার রাজ্জাক যারা নির্বাচনকে বিতর্কিত করেছেন, তাদের বিচারের আওতায় আনা উচিত প্রাণ এএমসিএলের ৩২ শতাংশ লভ্যাংশ অনুমোদন সেতু মন্ত্রণালয় থেকে বাদ যাচ্ছে ১১১৮৬ কোটি টাকার অপ্রয়োজনীয় ব্যয় বিমানের সিটের নিচে মিলল ২০ সোনার বার, যাত্রী আটক ‘পিলখানা হত্যায় নিরপেক্ষ থেকে ষড়যন্ত্র চিহ্নিত করা হবে’ চোখের জলে এক বীরকে বিদায় দিল ফায়ার সার্ভিস

মাঝ পৌষে শীত গায়েব, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ৪৯ বার পড়া হয়েছে

পৌষ-মাঘ মাস নিয়ে শীতের ব্যাপ্তিকাল। আর ইংরেজি মাসের হিসাবে ডিসেম্বরের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত শীতকাল। এসময় হাড়কাঁপুনি শীতে মানুষের দুর্ভোগের শেষ থাকে না। কিন্তু শীতের এই ভরা মৌসুমেও কুড়িগ্রামে গত দুই ধরে রাতে শীত থাকলেও সকালে তুলনামূলক শীতের দেখা মিলছে না। বুধবার তৃতীয় দিনেও নেই শীত। রয়েছে হিমেল হাওয়া ও মেঘলা আকাশ। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে থেমে থেমে। নেই সূর্যের দেখা। তুলনামূলক শীত না থাকায় শীতের ভরা মৌসুমেও বিগত বছরের চেয়ে তাপমাত্রা একটু বেশি বলে জানিয়েছে রাজারহাট আবহাওয়া অফিস কর্তৃপক্ষ।

রাজারহাট আবহাওয়া অফিস জানায়, অনান্যবার পৌষের এই সময়টিতে কুড়িগ্রামের তাপমাত্রা ১০-১১ ডিগ্রি সেলসিয়াস পরিলক্ষিত হলেও এবার ২৯ ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

 

বুধবার সকাল থেকে চারদিকে মেঘলা আকাশ পরিলক্ষিত হচ্ছে। এসময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে দেখা গেছে। শীত না থাকলেও হিমেল হাওয়ায় দুর্ভোগ নিয়ে কর্মের সন্ধানে বের হয়েছেন দিনমজুর, খেটে-খাওয়া ও শ্রমজীবী মানুষ।

 

চর যাত্রাপুর এলাকায় জেলা শহরগামী ঘোড়ার গাড়িচালক আয়নাল মোল্লা জানান, তিনি জেলা শহরে যাচ্ছেন ঘোড়ার গাড়ি নিয়ে। তবে শীত না থাকলেও শিরশির বাতাসে ঠান্ডা অনুভূত হচ্ছে। কিন্তু আকাশ মেঘলা ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় দুশ্চিন্তায় পরেছেন তিনি। মুষলধারে বৃষ্টি হলে ভাড়া না মেলার আশঙ্কা তার। পৌষের এই সময়ে আকাশে এমন মেঘ ও বৃষ্টি কখনো দেখেননি বলে জানান তিনি।

 

ভোগডাঙ্গা এলাকার দিনমজুর জলিল মিয়া জানান, তিনি কয়েকদিন ধরে সর্দি কাশিতে ভুগছিলেন। আজ কিছুটা সুস্থ অনুভব করায় কাজের সন্ধানে ঘর থেকে বের হয়েছেন। কিন্তু আকাশে মেঘ দেখে কাজ না মেলার আশঙ্কা তার।

রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, বায়ুচাপের তারতম্যের কারণে আকাশ মেঘলা এবং থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। যা আগামী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। তবে পৌষের এই সময়টিতে শীত বেশি থাকে এবং তাপমাত্রা কমে যায়। কিন্তু আজ শীত নেই, রয়েছে হিমেল হাওয়া এবং তাপমাত্রা অনান্য বারের তুলনায় সামান্য বেশি। তবে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

বাংলা৭১নিউজ/জিকে

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com