বাংলা৭১নিউজ, ডেস্ক: শেষ দুই ম্যাচে কোনো উইকেট পাননি। তবে রোববার কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে দ্বিতীয় বলেই উইকেট প্রাপ্তির আনন্দে মাতলেন মুস্তাফিজুর রহমান। আর তাতে একটি মাইলফলকও স্পর্শ করলেন বাংলাদেশের তরুণ পেসার।
টি-টোয়েন্টিতে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন মুস্তাফিজ। পাঞ্জাবের অধিনায়ক মুরালি বিজয় তার ৫০তম শিকার।
গত বছরের এপ্রিলে মিরপুরে টি-টোয়েন্টি দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল মুস্তাফিজের। শহীদ আফ্রিদি ছিল তার প্রথম শিকার। সেই ম্যাচে মোহাম্মদ হাফিজের উইকেটও নিয়েছিলেন তিনি।
আর রোববার মুস্তাফিজ টি-টোয়েন্টিতে নিজের ৫০ উইকেট পেয়ে গেলেন ৩৫তম ম্যাচে। নিজের দ্বিতীয় বলেই তুলে নেন মুরালি বিজয়ের উইকেট। তার স্লোয়ার ফ্লিক করতে গিয়ে ব্যাটের কানায় লেগে মিড অফে ধরা পড়েন পাঞ্জাব অধিনায়ক।
টি-টোয়েন্টিতে মুস্তাফিজের ৫০ উইকেটের মধ্যে ২২টি বাংলাদেশ জাতীয় দলের হয়ে, বিপিএলে ঢাকা ডায়নামাইটসের হয়ে নিয়েছিলেন ১৪টি। আর আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ১৪টি নিয়ে করলেন ‘ফিফটি’।
বাংলা৭১নিউজ/এস