ঝিনাইদহের মহেশপুর সীমান্তের শূন্য রেখায় বিজিবি ও বিএসএফের ব্যাটেলিয়ন পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবি সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার) মোহাম্মদ সাইফুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি জানায়, বৃহস্পতিবার বিকাল সোয়া ৫টার দিকে মহেশপুর সীমান্তের ৫৩/এমপি শূন্য রেখায় এই সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। সাক্ষাতে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির পক্ষে ৫৮ বিজিরি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ রফিকুল আলম ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের পক্ষে ৫৯ ব্যাটেলিয়নের কমাড্যান্ট শৈলেশ কুমার নেতৃত্ব দেন।
এসময় সীমান্তে বিজিবি ও বিএসএফ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখা, সীমান্ত হত্যা বন্ধ, মানব পাচাররোধ এবং মাদক চোরাচালান প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণের পক্ষে উভয় পক্ষ একমত পোষন করে। আলোচনা শেষে উভয় পক্ষ সীমান্তের শূন্য রেখায় প্রায় আড়াই কিলোমিটার পথ পাঁয়ে হেঁটে পরিদর্শন করে সৌজন্য সাক্ষাৎ সমাপ্ত করা হয়।
বাংলা৭১নিউজ/এসএকে