বাংলা৭১নিউজ,বাগেরহাট প্রতিনিধি: দেশের একমাত্র মহিষ প্রজনন খামারের ভিতর দিয়ে খুলনা-মোংলা রেলপথ যাওয়াকে কেন্দ্র কওে জটিলতা নিরষনে সরকারের একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রতিনিধি মহিষ প্রজনন খামার পরিদর্শন করেছে। সোমবার সকালে এই প্রতিনিধি দলটি খামারের ভিতর দিয়ে রেল লাইন যাওয়ার স্থান পরিদর্শন করে। এসময় তারা এক বৈঠকে মিলিত হন।
এসময় অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাড. মীর শওকাত আলী বদশা, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব রইছউল আলম মন্ডল, প্রাণি সম্পদ অভিদপ্তরের মহাপরিচালক ডাঃ মোঃ আইনুল হক, বাংলাদেশ মৎস্য গবেষনা ইনিষ্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ, মৎস্য অধিদপ্তরের যুগ্ম-সচিব মোঃ লিয়াকত আলী, খুলনা-মোংলা রেলপথ নির্মান প্রকল্পের প্রকল্প পরিচালক ও মহাব্যবস্থাপক মোঃ মজিবর রহমান প্রমুখ।
পরে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ স্থানীয় ভেড়া চাষীদের সাথে মতবিনিময় করেন।
বাংলা৭১নিউজ/জেএস