বাংলা৭১নিউজ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা ১২ টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মার্জিনা হক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওদুদ এমপি।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা খাতুন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নেত্রী সৈয়দা রাজিয়া মোস্তফা, নুসরাত ফারজানা ইলোরা, সামসুন নাহার পারভীন, শাহিদা খাতুন রেখা, স্থানীয় নেত্রী হালিমা খাতুন প্রমুখ।
বাংলা৭১নিউজ/জেএস