আজ ২১ ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ছুটির দিনে সকাল ৮টায় খুলেছে বইমেলার দুয়ার। এর পরপরই অমর একুশে বইমেলায় মানুষের ঢল নামে। রাজধানীর বিভিন্ন অঞ্চল থেকে কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন হাজার হাজার মানুষ।
তাদের অনেকেই কেন্দ্রীয় শহিদ মিনার থেকে একটু দূরে বইমেলায় আসেন। বেলা যত বেড়েছে, মেলা প্রাঙ্গণে ভিড়ও বেড়েছে তত। সরকারি ছুটির দিন হওয়ায় অনেকে পরিবারের সদস্য ও বন্ধু-বান্ধবদের সঙ্গে নিয়ে বইমেলায় আসেন। ক্রেতা-দর্শনার্থীদের পদচারণায় জমে উঠেছে বইমেলা।
বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত অমর একুশে বইমেলা ঘুরে দেখা গেছে, শিশুরা এসেছে বাবা-মায়ের হাত ধরে। অনেকে এসেছেন বন্ধুদের সঙ্গে। সবাই বইমেলায় ঘুরছেন। কেউ বই কিনছেন, কেউ দেখছেন। অনেক শিশুকে দেখা গেছে বই কিনতে। পুরুষদের অনেকে কালো পাঞ্জাবি পরেছেন। অনেক মেয়ে পরেছেন কালো শাড়ি। তাদের খোপায় বাহারি ফুল স্থান পেয়েছে।
স্কুল শিক্ষার্থী আরহাম এ প্রতিবেদককে বলে, ‘সকালে স্কুলের শহিদ মিনারে ফুল দিয়ে এসেছি। এখন বন্ধুদের সাথে বইমেলায় ঘুরছি। পছন্দের বই কিনব।’
পরিবার নিয়ে বইমেলায় আসা মিজানুর রহমান বলেন, ‘এ বছর আগে বইমেলায় আসা হয়নি। আজ সরকারি ছুটি। রাস্তা ফাঁকা। এজন্য সপরিবারে এসেছি। ঘুরে দেখছি। পছন্দের বই কিনব, বাচ্চাদেরও কিনে দেবো।’
বাংলা৭১নিউজ/এসএইচ