মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিশ্ব সুন্নী আন্দোলন।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের মহাসচিব শেখ রায়হান রাহবার।
সমাবেশে বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা ইমাম হায়াত বলেন, সত্য ও জ্ঞানের উৎস ও মানবতার মুক্তির দূত প্রিয়নবীর বিরুদ্ধে কটূক্তি সত্য ও মানবতার বিরুদ্ধে চরম অপরাধ এবং মানবিক ভ্রাতৃত্ব ধ্বংস করে ধর্মের নামে সাম্প্রদায়িক সংঘাত তৈরির জঘন্য ষড়যন্ত্র।
তিনি আরও বলেন, সব মানুষকে ভালোবাসার উৎস ও সবার কল্যাণের উৎস এবং সব মানুষের অধিকার-নিরাপত্তা-স্বাধীনতার প্রতীক প্রিয়নবীর অবমাননাকারী সকল মানবিক মানুষের শত্রু।
ইমাম হায়াত বলেন, প্রিয়নবী ছাড়া মানবতার অস্তিত্ব নাই। প্রিয়নবীকে ভালোবাসা মানে সব মানুষকে ভালোবাসা। প্রিয়নবীর বিরুদ্ধে বিদ্বেষ সবার জন্য সর্বনাশ ডেকে আনবে। প্রিয়নবীর বিরুদ্ধে কটূক্তি সাম্প্রদায়িক সংঘাতের উসকানি ছাড়া কিছুই নয়।
আল্লাহ-রাসূলের অবমাননা কোনো মুমিন ও মানবিক মানুষ সহ্য করবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
বাংলা৭১নিউজ/এসএইচ