আওয়ামী সরকারের পদত্যাগের ও নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের এক দফা দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি কালো পতাকা মিছিল করছে।
শুক্রবার (২৫ আগস্ট) বিকাল ৪টায় রাজধানীর উত্তর ও দক্ষিণের দুই স্থানে থেকে এই মিছিল শুরু হয়। মিছল শুরুর আগে বৃষ্টি হানা দেয় বিএনপির কর্মসূচিতে, এই বৃষ্টিকে উপেক্ষা করেই দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে এগিয়ে যান।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় অফিস থেকে দয়াগঞ্জ পর্যন্ত মিছিল করবে। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
অন্যদিকে ঢাকা মহানগর উত্তর বিএনপি শ্যামলী রিং রোড থেকে মিছিল শুরু করেছে, যা শিয়া মসজিদ হয়ে মোহাম্মদপুর বাসস্টেশন গিয়ে শেষ হবে। এই মিছিলে নেতৃত্ব দেবেন আমির খসরু মাহমুদ চৌধুরী।
এদিকে গণমিছিলকে কেন্দ্র করে জুমার নামাজের পরপরই বিএনপি নেতাকর্মীরা মিছিল শুরুর স্থানে এসে জড়ো হতে থাকেন।
এ ছাড়া শুক্রবার (২৫ আগস্ট) সকাল থেকেই সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির নেতৃত্বাধীন বিরোধী দলগুলো রাজধানীর বেশ বিভিন্ন স্থানে কালো পতাকা নিয়ে মিছিল বের করে।
বাংলা৭১নিউজ/এসএইচ