বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৩:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রাবাড়ীতে বিপন্ন প্রজাতির হনুমান পাচারের সময় গ্রেপ্তার ২ ব্যারিস্টার আরমানের স্ত্রীকে হেনস্তা করিয়েছিলেন টিউলিপ: রিপোর্ট কামরুল-পলকসহ ৫ জন নতুন মামলায় গ্রেফতার বেনজীরের স্ত্রী ও মেয়ের আয়কর নথি জব্দের আদেশ ভৈরব থানার লুট হওয়া অস্ত্র উদ্ধার অবশেষে মায়ের বুকে ছেলে পোষ্য কোটা বাতিলসহ ৯ দফা দাবিতে শিক্ষার্থীদের অনশন বাঘাবাড়ী নৌবন্দর নাব্য সংকট, ভিড়তে পারছে না জাহাজ নিয়োগ দুর্নীতি : ওয়াসার তাকসিমসহ ১০ জনের বিরুদ্ধে মামলা নির্বাচন সংস্কারে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের ১১ প্রস্তাব লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া ট্রাম্পের মানচিত্রে যুক্তরাষ্ট্রের নতুন অঙ্গরাজ্য কানাডা ২০২৪ সালে সড়কে নিহত ৭ হাজারের বেশি : রোড সেফটি ফাউন্ডেশন সিরিয়ার কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে অভিযানের হুমকি তুরস্কের টিসিবির নতুন চেয়ারম্যান ব্রি. জেনারেল ফয়সাল আজাদ একনেকে ৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ঢাকায় ছিনতাই বেড়ে যাওয়ার কথা স্বীকার করলেন ডিএমপি কমিশনার বিডিআরের নিরপরাধ সদস্যদের মুক্তির দাবিতে পদযাত্রায় পুলিশের বাধা রায়েরবাজারে পরিত্যক্ত অবস্থায় ২৯ রাউন্ড গুলি উদ্ধার ফেলানীর পরিবারের দায়িত্ব নিলেন আসিফ মাহমুদ

মসজিদে নববীর স্থাপত্যের বিশ্বকোষ উদ্বোধন

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ৩২ বার পড়া হয়েছে
মদিনার পবিত্র মসজিদে নববীর স্থাপত্যের বিশ্বকোষ মোড়ক উন্মোচন করা হয়েছে। মদিনা অঞ্চলের গভর্নর প্রিন্স ফয়সাল বিন সালমান বিন আবদুল আজিজ এর প্রথম সংস্করণ উদ্বোধন করেন। গত ২ ডিসেম্বর পবিত্র মসজিদে নববী প্রাঙ্গণে অনুষ্ঠিত উদ্বোধনী অনুুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পবিত্র দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্সি বিভাগের প্রধান শায়খ আবদুর রহমান আল-সুদাইস ও আল-মদিনা আল-মুনাওয়ারা স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টারের মহাপরিচালক ফাহাদ আল-ওয়াহবিসহ আরো অনেকে।,

মসজিদে নববীর বিশ্বকোষে মহানবী মুহাম্মদ (সা.)-এর যুগ থেকে সৌদি যুগ পর্যন্ত মসজিদের স্থাপত্য বিবরণ ও অবকাঠামোর ইতিহাস তুলে ধরা হয়। আল-মদিনা আল-মুনাওয়ারা স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টারের সহযোগিতায় তা প্রস্তুত করা হয়। এতে ইসলামের প্রথম যুগ থেকে বর্তমান যুগ পর্যন্ত মসজিদের ছবি, নথিপত্র, মানচিত্রসহ গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে।,

প্রিন্স ফয়সাল বলেন, পবিত্র মসজিদে নববীর স্থাপত্য বিষয়ক বিশ্বকোষ ইসলামের সম্মানিত স্থানগুলোর প্রতি সৌদি সরকারের আগ্রহের বহিঃপ্রকাশ। এর মাধ্যমে পবিত্র মসজিদের স্থাপত্যের পূর্ণাঙ্গ বিবরণ পাওয়া যাবে। তা ছাড়া মসজিদের সমপ্রসারণ, মেরামতসহ ইসলামিক স্থাপত্যশিল্পের নান্দনিক দিকগুলো তুলে ধরতে সৌদির প্রচেষ্টাগুলো তুলে ধরা হবে।,

আল-ওয়াহবি বলেন, ‘২০১৮ সালে সৌদি বাদশাহ সালমানের মদিনা ভ্রমণকালে বিশ্বকোষ উদ্যোগের কার্যক্রম শুরু হয়। প্রিন্স ফয়সালের নেতৃত্বে রিসার্চ সেন্টারের ৬৫০ জনের বেশি সদস্যের তত্ত্বাবধায়ক কমিটির অধীনে মসজিদের স্থাপত্য উপাদানগুলো নিয়ে গবেষণা কার্যক্রম চলে। প্রতিটি বিষয় নিয়ে তিন ধাপে বর্ণানুক্রমিক, ঐতিহাসিক ও স্থাপত্যগতভাবে অধ্যয়ন করা হয়।

তিনি আরো বলেন, মহানবীর যুগ, খিলাফতে রাশিদা যুগ, উমাইয়া ও আব্বাসীয় খিলাফতের সময়ে মসজিদে নববী দেখতে কেমন ছিল তা প্রদর্শনের জন্য এই বিশ্বকোষে রয়েছে একটি মডেল ডকুমেন্টেশন। বিশেষ ডিভাইস ব্যবহার করে দুই বছর ধরে পুরো মসজিদটি স্ক্যান করা হয়। মসজিদের ভেতর ও বাইর থেকে তোলা ছয় হাজারের বেশি ছবি বিশ্বকোষের সাইট থেকে দেখা যাবে।,

সূত্র : আরব নিউজ,

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com