রাজধানীর শাহবাগ থানার কদমতলা এলাকায় ময়লার স্তূপ থেকে অজ্ঞাত এক ছেলে নবজাতকের (আনুমানিক ১ দিনের) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ এপ্রিল) সকাল ৯টার দিকে নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়া জানান, মনোয়ারা বেগম নামে এক নারী ময়লার স্তূপে ওই নবজাতককে দেখতে পেয়ে আমাদের খবর দেন। পরে কদমতলার দক্ষিণ পাশের ব্রিজের ময়লার স্তূপ থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, কে বা কারা নবজাতকের মরদেহ এখানে ফেলে গেছে সেটি শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদনে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বাংলা৭১নিউজ/এসএইচ