শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারে বাসের ধাক্কা, নিহত ৫ নাশকতা নাকি দুর্ঘটনা তদন্ত চলছে: ফায়ারের ডিজি উন্নয়নের লক্ষ্যে চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা রাশিয়ার মিসাইলের আঘাতে ভূপাতিত হয় ওই বিমান শেষ দিনে ভিড় বেড়েছে, পছন্দের ফ্ল্যাট খুঁজছেন অনেকেই বিআরটিএ নির্ধারিত সিএনজি অটোরিকশার জমা ৯০০ টাকা কার্যকরের দাবি ৬ মাস ধরে নিখোঁজ বাংলাদেশিকে পাওয়া গেল থাই নারীর সঙ্গে হোটেলে ভোটার হওয়ার বয়স ১৭ বছর হওয়া উচিত : প্রধান উপদেষ্টা মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, ইউপি সদস্যসহ নিহত ২ জাহাজে ৭ খুন: বিচারের দাবিতে কর্মবিরতিতে নৌযান শ্রমিকরা পঞ্চগড়ে টানা চারদিন দিন মৃদু শৈত্যপ্রবাহ ইয়েমেনের বিমানবন্দরে হামলা, অল্পের জন্য বাঁচলেন ডব্লিউএইচও প্রধান গান পাউডার ব্যবহার হয়েছে কি না, খতিয়ে দেখতে ‘বিস্ফোরক বিশেষজ্ঞ’ পানির ট্যাংকে লুকিয়ে ছিলেন আ. লীগের ‘ভাইরাল নেত্রী’ কাবেরী পাবনায় দাঁড়িয়ে থাকা করিমনে ট্রাকের ধাক্কায় তিন শ্রমিক নিহত, আহত ৫ নববর্ষে আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকার নির্দেশ ক্রীড়া পরিষদে অস্থায়ী অফিস ক্রীড়া মন্ত্রণালয়ের মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং যেখানে চলবে ক্ষতিগ্রস্ত পাঁচ মন্ত্রণালয়ের কার্যক্রম সংস্কার ছাড়া নির্বাচন সম্ভব নয়: প্রধান উপদেষ্টা

‘মন্দির-বাড়িঘরে হামলা ন্যক্কারজনক ও নজিরবিহীন’

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ১ নভেম্বর, ২০১৬
  • ১২০ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ঢাকা: ধর্মীয় অবমাননার অভিযোগকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় মন্দির ও বাড়িঘরে হামলাকে ‘ন্যক্কারজনক ও নজিরবিহীন’ অভিহিত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় ফেসবুক পোস্টে পবিত্র কাবা শরীফ অবমাননা এবং এটিকে কেন্দ্র করে উদ্ভূত তাণ্ডব আরো একটি চক্রান্তের অংশ। এটি মহল বিশেষের গভীর ষড়যন্ত্র।’

গত রোববার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে রসরাজ দাস নামের এক ব্যক্তি তার ফেসবুক পেজে উস্কানিমূলক ছবি পোস্ট করে বলে অভিযোগ ওঠে। এরপর সেটিকে কেন্দ্র করে মন্দির ও হিন্দু সম্প্রদায়ের লোকজনের বাড়িতে ভাঙচুর এবং লুটপাট করা হয়।

মির্জা ফখরুল বলেন, ‘ইতোমধ্যে রসরাজ দাসের বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে এবং ফেসবুকে আপত্তিকর ছবি পোস্ট করার বিষয়টি সে অস্বীকার করেছে। সুতরাং প্রকৃত অপরাধীকে চিহ্নিত করে আইনের আওতায় না এনে একটি অরাজক পরিস্থিতির সুযোগ সৃষ্টি হওয়া সন্দেহজনক।’

তিনি বলেন, ঘটনার জের ধরে মন্দিরসহ ১৩টি বাড়িঘর লুটপাট ও ভাংচুরের ঘটনায় স্থানীয় প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। স্থানীয় প্রশাসন দ্রুত তৎপর হলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো যেতো।

বর্তমান সরকারের আমলে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর বেশি হামলা হয়েছে বলেও বিবৃতিতে দাবি করেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, ‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিতান্তই পুলিশি-দমন-তৎপরতা ও মামলা হামলা নির্ভর। সেজন্য জনসমাজের সর্বত্র হিংসা ও বিদ্বেষের বিষবাষ্পে আচ্ছন্ন। একে-অপরের বিরুদ্ধে দাঁড় করানো হয়েছে। মানুষের স্বাধীনতা আজ দুষ্কৃতকারীদের দ্বারা বিপন্ন।’

বিএনপি সব ধর্মের স্বাধীনতায় বিশ্বাসী জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘সকল জনগোষ্ঠির নিরাপত্তা বিধান ও ধর্মীয় স্বাধীনতাকে নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে বিএনপি অঙ্গীকারাবদ্ধ। এই সরকারের আমলে ক্রমাগতভাবে বৃদ্ধি পাওয়া সাম্প্রদায়িক সংঘাত চিরদিনের জন্য অবসান ঘটাতে সকলকে এগিয়ে আসতে হবে।’

মির্জা ফখরুল হিন্দু সম্প্রদায়ের ওপর হামলাকারী দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বাংলা৭১নিউজ/সি

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com