বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ০৮:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পুলিশের জ্যাকেট পরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে সাংবাদিক সজীবকে সিলেটের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে রংপুর রিজার্ভ চুরির অর্থ দেশে ফেরাতে ফিলিপাইনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি গ্রহণযোগ্য নির্বাচন দিতে কমিশন বদ্ধপরিকর: সিইসি ছাত্রশিবিরের নতুন কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন ১২ কর্মকর্তা ১৯ জন উদ্ধার না হতেই ফের ৭ অপহরণ! স্লোগানে উত্তাল শহীদ মিনার, শেখ হাসিনার ফাঁসি দাবি নতুন বছরে দেশবাসীর জন্য তারেক রহমানের বার্তা ধ্বংসস্তূপে দাঁড়িয়ে শামীমের লড়াই, তবু খুলনার কাছে হার চট্টগ্রামের দেশ কোনো দলকে ইজারা দেওয়া হয়নি : ধর্ম উপদেষ্টা ব্রাহ্মণবাড়িয়ায় নিলামের পণ্য কেনা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানকে মেরামত করতে আরেকবার যুদ্ধে অংশ নিতে হবে ৫৫ বছরে বাগদান সারলেন সোহেল তাজ, জানা গেল পাত্রীর পরিচয় পদ্মা সেতু দুর্নীতির মামলা পুনরায় তদন্তের সিদ্ধান্ত থার্টিফার্স্ট নাইটে বন্ধ থাকবে বার, করা যাবে না নাচ-গান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাড়িবহরে হামলা, আহত ২০ গুঁড়িয়ে দেওয়া হলো শেখ মুজিব ও জাতীয় চার নেতার ম্যুরাল চব্বিশের অভ্যুত্থানে অন্যতম সহযোদ্ধা ছিল ছাত্রশিবির: সারজিস আলম বিপ্লব নস্যাৎ করতে ষড়যন্ত্র থেমে নেই: মঞ্জুরুল ইসলাম

মধ্যপ্রাচ্যের জেলখানা খালি, প্রবাসী বাংলাদেশিদের ঢাকায় ফেরত

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০
  • ৭৩ বার পড়া হয়েছে
ফাইল ছবি।

বাংলা৭১নিউজ,ঢাকা: করোনার কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলো তাদের নিজ নিজ জেলখানা ও ডিটেনশন সেন্টারগুলো খালি করতে শুরু করেছে। সৌদি আরবের পর এবার মাস্কাটের জেলে থাকা ২৯২ বাংলাদেশিকে স্পেশাল ফ্লাইটে ঢাকায় পাঠিয়ে দিয়েছে ওমান সরকার। যদিও ঢাকা চেয়েছিল করোনার এই কঠিন মুহুর্তে কোনো প্রবাসী ফেরত না আসুক।

বিশেষ করে জরুরি ভিত্তিতে তৈরি হতে যাওয়া ৪০০০ প্রবাসী বা বিদেশ ফেরতের একসঙ্গে প্রাতিষ্ঠানিক কোয়ারিন্টিন সুবিধার কাজ শেষ হওয়া পর্যন্ত সময় চেয়েছিল বাংলাদেশ। কিন্তু না, তার আগেই সৌদি আরব চলতি মাসের মাঝামাঝিতে ওমরাহ করতে গিয়ে আটকে পড়া ১৪৪ বাংলাদেশির সঙ্গে ১৬৮ প্রবাসী, যারা বিভিন্ন অপরাধে কারাগারে ছিলেন তাদের স্পেশাল বিমানে তুলে ঢাকায় পাঠিয়ে দেয়। এই কায়দায় শুক্রবার সন্ধ্যায় ওমানে এয়ারের বিশেষ ফ্লাইটটি ঢাকায় নামে।

এখানো জরুরি আনুষ্ঠানিকতা শেষে ঢাকায় আটকা পড়া ৪ ওমানি কূটনীতিককে নিয়ে ফ্লাইটটি মাস্কাটের উদ্দেশ্য রওনা করে বলে সিভিল এভিয়েশন সূত্র নিশ্চিত করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের করোনা সেলের প্রধান অতিরিক্ত সচিব ড. খলিলুর রহমান বলেন, মধ্যপাচ্যের দেশগুলোর জেল থেকে প্রায়শই নিয়মিত ফ্লাইটে ১০-১৫ জনে করে ফিরতেন।

এটা রুটিন ঘটনা। করোনা সংকটের এই কঠিন সময়ে তারা জেলখানা খালি করতে শুরু করেছে, ফলে অপ্রত্যাশিতভাবে প্রবাসীদের দলে দলে ফেরত পাঠানো হচ্ছে।

কুয়েত, কাতার, আরব আমিরাত বাহরাইনসহ আরও কিছু দেশে ছোটোখাটো অপরাধে জেলে থাকা বাংলাদেশিদের ছেড়ে দেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, হয়ত তারা দ্রুত ফিরবেন। তাদের জন্য জরুরিভাবে ঢাকা এবং আশপাশের এলাকায় প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিন সুবিধা তৈরির কাজ চলছে। দেশি-বিদেশে যোগাযোগ ও সমন্বয়ে সেগুনবাগিচায় প্রতিষ্ঠিত করোনা সেলের সমন্বয়ক ডা. খলিল আরও জানান, বিদেশ থেকে যেই আসছেন তাকে ফ্লাইট থেকে নামার পর অবশ্যই স্বাস্থ্য পরীক্ষা বা স্ক্রিনিং করা হচ্ছে।

তিনি বলেন, স্ক্রিনিংয়ে কারও শরীরের তাপমাত্রা বেশি পাওয়া গেলে তাদের সেনাবাহিনীর তত্ত্বাবধানে আশকোনা হজ ক্যাম্পের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হচ্ছে। অন্যদের ১৪ দিনের হোম  কোয়ারেন্টিনে  পাঠানো হচ্ছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার করোনার কারণে ইরাকে ২০ হাজার বন্দি মুক্তি পেয়েছেন। যার মধ্যে বেশ বাংলাদেশি রয়েছেন। ড. খলিল মনে করেন ইরাক সরকার কাউকে হয়ত নিজে থেকে ফেরত পাঠাবে না।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com