বাংলা৭১নিউজ, ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মঙ্গলবার ওপেন হার্ট সার্জারি করা হবে। স্বাস্থ্য পরীক্ষার জন্য বর্তমানে লন্ডনে অবস্থান করছেন তিনি। পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, চিকিৎসকরা পাক প্রধানমন্ত্রীকে ওপেন হার্ট সার্জারির পরামর্শ দিয়েছেন। অস্ত্রোপচারের পর নওয়াজকে এক সপ্তাহ হাসপাতালে কাটাতে হবে বলেও জানান তিনি। এক সপ্তাহ পরে চিকিৎসকের অনুমতিক্রমে তিনি সফর করবেন বলে জানানো হয়েছে।
নওয়াজের মেয়ে মরিয়ম টুইটার বার্তায় অস্ত্রোপচারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি দেশবাসীর কাছে নওয়াজের জন্য দোয়া কামনা করেছেন। এদিকে, নওয়াজের জন্য দোয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো।
এ ছাড়া, পাকিস্তানের অন্যান্য রাজনৈতিক নেতারাও নওয়াজের জন্য দোয়া করেছেন।
বাংলা৭১নিউজ/পার্সটুডে