রাজধানীর মগবাজার এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) বিভাগ।
মঙ্গলবার রাত ৮ টায় রমনা থানার মগবাজার চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিএমপি—পিডিবির রমনা জোনাল টিম।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) ফারুক হোসেন জানান, কয়েকজন মাদক কারবারি মগবাজার চৌরাস্তায় ইয়াবা বিক্রির জন্য একটি খোলা ট্রাকসহ অবস্থান করছিল। এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় মাদক কারবারিরা পালানোর চেষ্টা করলে সাইফুলকে গ্রেপ্তার করা হয়। পরে ট্রাকটি তল্লাশি করে ৪ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে ইয়াবা পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।
গ্রেপ্তার সাইফুলকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাদের চক্র ঢাকা শহরসহ আশপাশের বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রি করতো। তাদের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। আজ তাদের আদালতে পাঠানো হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ