মক্কা ও মদিনার প্রধান দুই মসজিদে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। করোনা মহামারির দুই বছর পর এবারের ঈদের নামাজে মুসল্লিদের প্রচণ্ড ভিড় ছিল। আজ শনিবার (৯ জুলাই) উভয় মসজিদে ঈদের নামাজ হয়। পবিত্র মসজিদুল হারামে ঈদের নামাজের ইমাম ছিলেন শায়খ ড. আবদুল্লাহ বিন আওয়াদ আল জুহানি।
বিজ্ঞাপন
মসজিদে নববিতে ঈদের নামাজে ইমামতি করেন শায়খ ড. আবদুল বারি বিন আওয়াদ আল সুবাইতি।
এদিকে করোনাভাইরাসের দুই বছর পর পবিত্র হজ পালন করেন সারাবিশ্বের ১০ লাখ হজযাত্রী। গতকাল বৃহস্পতিবার (৮ জুলাই) আরাফা ময়দানে অবস্থান করেন তারা। সন্ধ্যার পর তারা মুজদালিফায় রাত্রিযাপন করে আজ মিনায় গিয়ে তিনটি জামরাহে পাথর নিক্ষেপ করেন। সেখান থেকে বেরিয়ে মাথা মুণ্ডন করতে হয়। এরপর গোসল করে সেলাইবিহীন দুই টুকরা কাপড় বদল করেন হাজিরা।
এরপর স্বাভাবিক পোশাক পরে মিনা থেকে মক্কায় গিয়ে কাবা শরিফ সাতবার তাওয়াফ করবেন। ১০ থেকে ১২ জিলহজ তাওয়াফে জিয়ারত করা হজের অন্যতম ফরজ কাজ। তাঁরা সাফা-মারওয়া সায়ি (সাতবার দৌড়াবেন) করবেন। তাওয়াফ, সাঈ শেষে সেখান থেকে তাঁরা আবার মিনায় যাবেন। মিনায় যত দিন থাকবেন, তত দিন তিনটি (বড়, মধ্যম, ছোট) শয়তানের উদ্দেশে ২১টি পাথর নিক্ষেপ করবেন। এভাবেই শেষ হবে হজের আনুষ্ঠানিকতা।
করোনাকালের দীর্ঘ দুই বছরের বিধি-নিষেধের পর এ বছর ১০ লাখের বেশি মুসলিম হজ পালন করছেন। এর মধ্যে সৌদি থেকে দেড় লাখ ও সারা বিশ্ব থেকে সাড়ে আট লাখ লোক হজ পালন করবেন। ২০২১ সালে সৌদিতে অবস্থানরত মাত্র ৬০ হাজার লোক হজ পালন করেছেন। আর ২০২০ সালে কঠোর বিধি-নিষেধ মেনে ১০ হাজারের মতো লোক হজ পালন করেন। করোনা মহামারির আগে ২০১৯ সালে ২৫ লাখের মতো লোক হজ পালন করেছেন।
বাংলা৭১নিউজ/এসএইচ