বাংলা৭১নিউজ, মংলা প্রতিনিধি : মংলা বন্দরের হারবাড়িয়ায় সিমেন্ট তৈরির কাঁচামালসহ (স্লাগ) এমভি শোভা নামে একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে। সোমবার (৫জুন) ভোর রাতে দিকে জাহাজটি ডুবে যায় বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার ওলিউল্লাহ।
তবে এ দুর্ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তিনি জানান, বন্দরের বেসক্রিক বয়ায় অবস্থান করা পানামার পতাকাবাহী জাহাজ এমভি আতিকি এসবি থেকে স্লাগ বোঝাই করছিল লাইটারেজ এমভি শোভা। ৪৭২ মেট্রিক টন স্লাগ বোঝাইয়ের পর লাইটারেজটির তলা ফেটে যায়। এসময় ডুবতে থাকা লাইটারেজ জাহাজে থাকা ৯ বাংলাদেশি নাবিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়।
এ ঘটনায় বন্দর চ্যানেল ঝুঁকিমুক্ত রয়েছে বলে দাবি করেছে বন্দরের হারবার বিভাগ। ডুবে যাওয়া লাইটারেজ জাহাজটি খুলনার সেভেন সার্কেল সিমেন্ট কারখানায় যাচ্ছিল বলে জানা গেছে। ডুবে যাওয়া নৌযানটি উদ্ধারে জন্য সংশ্লিষ্টদের তাগিদ দিয়েছে বন্দও কর্তৃপক্ষ।
মংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ জানায়, বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়িয়ার ৪ নম্বর অ্যাঙ্করেজে এমভি ‘আতিকি এসবি’ নামে একটি কার্গো জাহাজের সঙ্গে বিদেশি একটি জাহাজের সাথে সোমবার রাতে ধাক্কা লাগে। ওই সময় কার্গোটি আরেকটি বিদেশি জাহাজ থেকে স্লাগ-বাল্ক (সিমেন্ট তৈরির কাজে জাহাজে আমদানি করা ঢালাই পণ্য) বোঝাই করে যাচ্ছিল।আঘাতে এমভি ‘আতিকি এসবির তলা ফেটে গেলে কার্গোর মাস্টার জাহাজটি দ্রুত চালিয়ে মূল চ্যানেলের বাইরে চরের দিকে চালাতে থাকেন। চরের কাছাকাছি যেতেই জাহাজটি পুরোপুরি নদীতে ডুবে যায়।
হারবার বিভাগে দায়িত্বে থাকা অপারেটর মো. জাহাঙ্গীর হোসেন জানান, এ ঘটনায় জাহাজটির কোনো কর্মী নিখোঁজ বা কেউ হতাহত হয়েছেন কি না, তা জানা নেই । তিনি আরো জানান, কার্গো জাহাজটি মূল চ্যানেলের বাইরে ডুবেছে। ফলে বন্দরের চ্যানেল ঝুঁকিমুক্ত, সচল ও নিরাপদ রয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস