রাজশাহীর পুঠিয়া উপজেলায় কুদ্দুস আলী ওরফে কালু (৩৫) নামে এক ভ্যানচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনার পর ভ্যানযাত্রী সবজি বিক্রেতা আব্দুল আওয়ালকে (৫৫) পুলিশ হেফাজতে নেওয়া হয়।
রোববার (২১ মে) ভোরে উপজেলার জিউপাড়া ইউনিয়নে ঢাকা-রাজশাহী মহাসড়কের গাঁওপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ভ্যানচালক কুদ্দুস আলী চারঘাট উপজেলার নন্দনগাছি এলাকার আব্দুল ওহেদ আলীর ছেলে।
ভ্যানযাত্রী আওয়ালের বরাত দিয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, কালুর ভ্যানে ভোরে নাটোরের তে-বাড়িয়া হাঁটে যাচ্ছিলেন ব্যবসায়ী আওয়াল। পথে গাঁওপাড়া বাজারের কাছে পৌঁছালে তিনজন লোক তাদের গতিরোধ করেন।
অস্ত্রের মুখে যাত্রীসহ ভ্যানচালক কালুকে জিম্মি করেন তারা। দুজনের কাছ থেকে টাকা পয়সা ও ভ্যানের চাবি চান তারা। যাত্রী আব্দুল আওয়াল সঙ্গে থাকা সব টাকা-পয়সা দিয়ে দেন। কিন্তু কালু তার ভ্যানের চাবি না দিয়ে দূরে ছুড়ে ফেলেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই তিনজন কালুর হাত-পা বাঁধার পর ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে।
ওসি আরও বলেন, মরদেহের পাশেই ছুরি পড়ে থাকতে দেখা গেছে। আলামত উদ্ধারে সিআইডিকে ডাকা হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। মামলার প্রস্তুতি চলছে।
বাংলা৭১নিউজ/এসএইচ