ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে পরিবহনকালে একটি ট্রাক থেকে ১০ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। পরে জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা ও অসহায় গরিবদের মাঝে বিতরণ করা হয়।
সোমবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ভোলা সদর উপজেলার খেয়াঘাট এলাকা থেকে এ জাটকা জব্দ করা হয়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. খন্দকার শাফকাত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খেয়াঘাট এলাকার একটি মাছবাহী ট্রাক তল্লাশি করে ৪শ কেজি অবৈধ জাটকা জব্দ করা হয়। পরে জব্দকৃত জাটকা মৎস্য বিভাগের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও অসহায় গরিবদের মাঝে বিতরণ করা হয়।
উল্লেখ্য, ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত ১০ ইঞ্চি বা ২৫ সেন্টিমিটারের নিচে জাটকা আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও বিনিময়ের উপর নিষেধাজ্ঞা জারি করে সরকার।
বাংলা৭১নিউজ/বিএফ