শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
‘পলো বাওয়া উৎসব’ দেখতে আদমপুর বিলে মানুষের ঢল বিজয় সম্পূর্ণ করতে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে : মাহমুদুর রহমান মেট্রোরেলের এমআরটি পাস রেজিস্ট্রেশন বন্ধ আহতদের চিকিৎসা সহায়তা দিলেন তারেক রহমান মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে যুদ্ধবিরতির সম্ভাবনা নেই ঢাবিতে ‘প্রথম আলো’ ও ‘ডেইলি স্টার’ পত্রিকা পুড়িয়ে বয়কটের ডাক গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৬ জনের মধ্যে ৫ জনের মৃত্যু ইউক্রেন সীমান্তে উত্তর কোরিয়ার ৮ হাজার সেনা: যুক্তরাষ্ট্র জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসায়ীদের দু’পক্ষের সংঘর্ষ, যুবক নিহত নারী উদ্যোক্তাদের উন্নয়নে আর্থিক সাক্ষরতা কর্মসূচি’র আয়োজন সাত কলেজের অধিভুক্তি বাতিলে ঢাবি শিক্ষার্থীদের আলটিমেটাম ‘বিএনপি কেন চুপ্পুকে রাখতে চায় আমি কোনো যুক্তি খুঁজে পাই না’ বাহুবলে ৯০০ বস্তা ভারতীয় চিনি জব্দ জামায়াত য‌দি ভুল ক‌রে, তা তু‌লে ধর‌তে হ‌বে চাল আমদানিতে শুল্ক পুরোপুরি তুলে নিল সরকার যুক্তরাষ্ট্রে আগাম ভোট দিলেন ৬ কোটি ভোটার, হ্যারিস এগিয়ে বকেয়া না পেয়ে বাংলাদেশে অর্ধেক বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিল আদানি নিখোঁজের একদিন পর হানিফ ফ্লাইওভারে মিলল গাড়িচালকের মরদেহ ৩ নভেম্বর থেকে পলিথিন ব্যাগ উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান ভোলায় আরও ১৯টি গ্যাস কূপ খনন করা হবে: জ্বালানি উপদেষ্টা

ভোলায় আউশ আবাদে ব্যস্ত কৃষক

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ১০ জুন, ২০২০
  • ৬৪ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,(ভোলা)প্রতিনিধিঃ ভোলার বিস্তীর্ণ ফসলের ক্ষেতে আউশ আবাদের ধুম পড়ে গেছে। লাভের আশায় কোমর বেঁধে মাঠে নেমেছেন কৃষকরা। সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াতেই মাঠে মাঠে আউশ রোপণে ব্যস্ত সময় পার করছেন তারা।

আউশের ফলন ভালো হবে, এমন আশা নিয়েই মাঠে ঝুঁকে পড়েছেন তারা। কৃষকদের উৎসাহ বাড়াতে কৃষি বিভাগও তাদের পরামর্শ দিয়ে যাচ্ছে।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, টানা বর্ষণ, ঘূর্ণিঝড় আম্পান আর গত কয়েকদিনর বৈরী আবহাওয়ার কারণে বেশ ক্ষতির মুখোমুখি হয়েছিলেন অনেক চাষি। সেই সংকট কাটিয়ে ঘুরে দাঁড়ানোর জন্যই ক্ষতিগ্রস্ত চাষিরা আশায় বুক বেঁধেছেন আউশ আবাদে।

মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর আউশের ফলন অনেক ভালো হবে বলে মনে করছেন চাষিরা। তাই বিস্তীর্ণ ফসলের ক্ষেতে আউশ ধান রোপণ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তারা। বর্তমানে ক্ষেতের অবস্থা নিয়েও সন্তুষ্ট চাষিরা।

ভোলা সদরের ভেলুমিয়া ইউনিয়নের আউশ চাষি তরিকুল ইসলাম বলেন, গত বছর কৃষিকাজ করে তেমন একটা লাভ করতে পারিনি। তাই এবার লাভবান হওয়ার আশায় ১৬০ শতাংশ জমিতে আউশের আবাদ করেছি, এখন পর্যন্ত ক্ষেতের অবস্থা ভালো।

আউশ চাষি মো. ইসমাইল বলেন, এনজিও থেকে ঋণ নিয়ে ৫ একর জমিতে আউশ আবাদ করেছি, বীজতলা তৈরির পর এখন আউশ রোপণ করার কাজ শেষ হয়েছে। ক্ষেতের অবস্থা এখন পর্যন্ত অনেক ভালো আছে। এ অবস্থা চলতে থাকলে ফলন ভালো হবে, আর ফলন ভালো হলে ঋণও পরিশোধ করতে পারবো।

কৃষক ইব্রাহিম বলেন, গত বছর আউশ আবাদে আমার অনেক লাভ হয়েছে, আশা করছি এবারও লাভের মুখ দেখতে পারবো।

কৃষক ইয়াছিন ও খালেকসহ অন্যরা জানান, জমিনে রোপা আউশের বয়স ৮/১০ দিন হয়েছে, এবার ফলন অনেক ভালো হবে। আগে যাদের ক্ষতি হয়েছে তারা এবার পুষিয়ে নিতে পারবেন বলে আশা করা যাচ্ছে। অনেকে এখনো আউশ রোপণ করছেন, কেউ আবার ক্ষেত পরিচর্চা শুরু করেছেন।

জেলা কৃষি বিভাগ সূত্র জানিয়েছে, এ বছর জেলার সাত উপজেলায় ৯৮ হাজার ২২৩ হেক্টর জমিতে স্থানীয় ও উফশি জাতের আউশ ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যার ৮১ ভাগ ধান ইতোমধ্যে রোপণ শেষ হয়েছে।

মোট আবাদের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৫১১ মেট্রিক টন চাল। এদিকে ঘূর্ণিঝড় আম্পানে জেলায় ক্ষতিগ্রস্ত ফসলের পরিমাণ ৭৬৩ হেক্টর।

আউশ আবাদে কৃষকদের আরও বেশি উৎসাহ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ হরলাল মধু।

তিনি বলেন, কৃষকদের আউশ ধান আবাদে উদ্বুদ্ধ করার পাশাপাশি পরামর্শ দেওয়া হচ্ছে। যাতে করে কৃষকরা বাড়তি আউশ আবাদ করে তাদের ক্ষতি পুষিয়ে নিতে পারে। বর্তমানে ধানের দাম ভালো থাকায় অনেকেই আউশ আবাদে ঝুঁকে পড়েছেন, আমরাও তাদের পরামর্শ দিয়ে যাচ্ছি।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সব জমি যেন কৃষি আবাদের আওতায় আসে সে লক্ষ্যে ভোলাতে কৃষকদের প্রণোদনা দেওয়া হয়েছে। ইতোমধ্যে জেলার ১৫ হাজার কৃষককে আউশ আবাদে প্রণোদনা ও ৫ হাজার কৃষককে বীজ প্রণোদনাসহ ২০ হাজার কৃষককে প্রণোদনা দেওয়া হয়েছে।

এছাড়াও ৩ হাজার ৩১৭ জন কৃষককে সবজি বীজও দেওয়া হচ্ছে, যাতে এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে।

তিনি বলেন, এ বছর ৯৮ হাজার ২২৩ হেক্টর জমিতে আউশের আবাদ লক্ষ্যমাত্রা নির্ধারণের বিপরীতে এখন পর্যন্ত ৭৯ হাজার ৯৫৬ হেক্টর জমিতে আউশ আবাদ হয়েছে, বাজারে ধানের দাম ভালো থাকায় এখনো আউশ আবাদ করছেন চাষিরা। আমরাও তাদের উৎসাহ দিচ্ছি।

এদিকে আউশের ফলন ভালো হলে লোকসান পুষিয়ে লাভের মুখ দেখতে পবেন বলে মনে করছেন ক্ষতিগ্রস্ত চাষিরা।

বাংলা৭১নিউজ/এমএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com