বাংলা৭১নিউজ,ঢাকা: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ভোটের ফল যা-ই হোক না কেন, তা আওয়ামী লীগ মেনে নেবে।
তিনি বলেন, জনগণ স্বাধীনতার পক্ষের শক্তিকে ভোট দেবে। আপনারা জানেন, এ পর্যন্ত আমাদের ১০ নেতাকর্মী নিহত হয়েছেন। ভোটের ফল যা হয়, আমরা মেনে নেব। আওয়ামী লীগ মেনে নেবে।
এর আগে ভোট দিতে রোববার সকাল ৭টা ৫৪ মিনিটে রাজধানীর ঢাকা সিটি কলেজ কেন্দ্রে আসেন। পরে সকাল ৮টার পরে তিনি নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।
রাজধানীর ধানমন্ডি, হাজারিবাগ, নিউ মার্কেট এবং কলাবাগান থানা এলাকা নিয়ে ঢাকা-১০ সংসদীয় আসনের একটি ভোট কেন্দ্র ঢাকা সিটি কলেজ।
জাতীয় সংসদের এই আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আবদুল মান্নান।
ভোট শেষে প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেন, স্বাধীনতার পক্ষের শক্তি জয় হবে। নৌকার জয় হবে। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। তিনি বলেন,বাংলার জনগণ আমাদের ভোট দিয়ে জয়যুক্ত করবে। বিএনপি-জামাতকে মানুষ প্রত্যাহার করবে। কেননা বিএনপি-জামাত সন্ত্রাসী দল।
তারা আমাদের অনেক মানুষকে হত্যা করেছে। প্রধানমন্ত্রী বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। জনগণ যে রায় দিবে তা মেনে নিব। যতোদিন ক্ষমতায় ছিলাম ততোদিন শান্তিপূর্ণ নির্বাচন করার চেষ্টা করেছি।
নির্বাচনে জয়ের ব্যাপারে শেখ হাসিনা বলেন, যথেষ্ট আতœবিশ্বাস রয়েছে জনগণের ওপর। উন্নত জীবন যাপনের জন্য জনগণ নৌকা মার্কায় ভোট দিবেন।
বাংলা৭১নিউজ/এএস