সিলেটের ওসমানীনগর উপজেলায় ভোটের দিনে মারা গেলেন ইউনিয়নের মেম্বার পদপ্রার্থী মো. জদু মিয়া। তিনি উপজেলার সাদিপুর ইউনিয়নে ফুটবল প্রতীকে সদস্যপদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।
সোমবার (৩১ জানুয়ারি) ষষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিন সকাল ১১টায় নিজ বাড়িতে মারা যান জদু মিয়া।
জানা গেছে, মেম্বার পদপ্রার্থী জদু মিয়া কিডনি রোগে ভুগছিলেন।
নির্বাচনের প্রচারকাজ চালাতে গিয়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। আজ ভোটের দিন সকাল থেকে অসুস্থ বোধ করায় তিনি ভোট দিতে যাননি। সকাল ১১টার দিকে তিনি মারা যান।
সদস্য পদপ্রার্থী জদু মিয়ার মামাতো ভাই ফয়জুল ইসলাম বলেন, ‘নির্বাচনী প্রচারকাজে নেমে তিনি অসুস্থ হয়ে পাঁচ দিন ধরে শয্যাশায়ী ছিলেন। সকালে আত্মীয়-স্বজন সবাইকে ভোটকেন্দ্রে যেতে বলেন। আমরা ভোট দিতে কেন্দ্রে যাই। সেখানে থাকা অবস্থায়ই তিনি মারা যান। ’
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার উপপরিদর্শক (এসআই) সুবিনয় বৈদ্য। তিনি বলেন, ‘অসুস্থতাজনিত কারণে তিনি মারা গেছেন। খবর পেয়ে আমরা তাঁর বাড়িতে গিয়ে সরেজমিনে পরিদর্শন করেছি। ’
বাংলা৭১নিউজ/এসএইচ