ভোক্তা স্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে ৬৮টি প্রতিষ্ঠানকে তিনি লাখ ৬৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (২ জানুয়ারি) দিনব্যাপী অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
এদিন রাজধানীর পল্টন, কমলাপুর, মোহাম্মদপুর টাউন হলসহ দেশব্যাপী মোট ৩২টি বাজার ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালায় ভোক্তা অধিদপ্তর। অধিদপ্তরের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়ের ৩০ জন কর্মকর্তার নেতৃত্বে এসব অভিযান চলে।
এসময় ভোক্তা স্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে ৬৮টি প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য বিক্রি কার্যক্রম (ট্রাকসেল) মনিটরিং করে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এসময় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট বিতরণসহ হ্যান্ডমাইকে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ, মৎস্য বিভাগ, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশসহ (ক্যাব) সংশ্লিষ্ট শিল্প বণিক সমিতির প্রতিনিধিরা অভিযানে সহযোগিতা করেন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেন।
বাংলা৭১নিউজ/এসএফ