মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ১০:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ইউনূস দায়িত্ব গ্রহণে বাংলাদেশে মার্কিন কোম্পানির আগ্রহ বেড়েছে ডেঙ্গু কেড়ে নিলো আরও ৮ প্রাণ, একদিনে হাসপাতালে ১১০৮ জন যতদিন প্রয়োজন ততদিন আহতদের চিকিৎসা দেবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা ট্রাইব্যুনালে সাংবাদিকদের বিচার হবে, তবে সেটা সুবিচার: আসিফ নজরুল বুধবার থেকে ডিমের নতুন দাম কার্যকর হবে : ভোক্তা ডিজি সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ২ দিনের রিমান্ডে শিল্প উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাই কমিশনারের সাক্ষাৎ মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত সাবেক বিমানমন্ত্রী ফারুক খান ২ দিনের রিমান্ডে আরাকান আর্মির হেফাজত থেকে ১৬ জেলেকে ফেরত এনেছে বিজিবি ৬ দিনের ছুটি শেষে হিলিতে আমদানি-রপ্তানি শুরু সাকিবের দেশে আসা-যাওয়ায় আইনি বাধা নেই: ক্রীড়া উপদেষ্টা আমরা শুনতে চাই না বিচারকরা ঘুষ খায়: ডা. শফিকুর কিউবার রাজপথে ফিলিস্তিনপন্থি মিছিল, নেতৃত্ব দিলেন প্রেসিডেন্ট লেবাননে ২৫ শহর খালি করার নির্দেশ ইসরায়েলের সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের ৭ দিনের রিমান্ড আবেদন পিএসসির চেয়ারম্যান ও চার সদস্যের শপথ হজ ব্যবস্থাপনায় দুই কমিটি গঠন কাপ্তাইয়ে দুই স্কুল, এক মাদ্রাসায় বিকাশ-বিশ্বসাহিত্য কেন্দ্রের ‘বই পড়া’ চালু ঘানার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বারোপ বাংলাদেশের

ভৈরবে ট্রেন দুর্ঘটনা মালবাহী ট্রেনের চালকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

কিশোরগঞ্জ প্রতিনিধি:
  • আপলোড সময় বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ১৭ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন দুর্ঘটনায় তিনজনকে আসামি করে থানায় মামলা হয়েছে। দুর্ঘটনায় নিহত নজরুল ইসলামের ছোট ভাই বিল্লাল হোসেন ভৈরব রেলওয়ে থানায় মামলাটি করেন। এতে মালবাহী ট্রেনটির চালক জাহাঙ্গীর আলম, সহকারী চালক আতিকুর রহমান ও পরিচালক (গার্ড) মো. আলমগীরকে আসামি করা হয়েছে।

বুধবার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলীম হোসেন শিকদার এতথ্য নিশ্চিত করেছেন। 

ওসি আলীম হোসেন বলেন, আজ সকালে ট্রেন দুর্ঘটনায় নিহত নজরুল ইসলামের ছোট ভাই বিল্লাল হোসেন ভৈরব রেলওয়ে থানায় মামলা করেছেন।তিনি নরসিংদীর বেলাবো উপজেলার সররাবাদ গ্রামের দর্শন মিয়ার ছেলে। মামলার পরপরই আমরা তদন্ত কাজ শুরু করেছি। ট্রেন দুর্ঘটনায় ট্রেন পরিচালনার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদেরও অভিযুক্তের তালিকায় রাখা হয়েছে।

মামলার বাদী বিল্লাল হোসেন জানান, ট্রেন পরিচালনায় সংশ্লিষ্টদের অবহেলার কারণে ভয়াবহ একটি দুর্ঘটনা ঘটেছে। আমি আমার পরিবারের উর্পাজনক্ষম ভাইকে হারিয়েছি। তাকে আর ফিরে পাব না। কিন্তু দোষিদের শাস্তি দাবি করছি। 

তিনি আরও বলেন, ট্রেন দুর্ঘটনায় শুধু তদন্ত আর কমিটি হয়। কারো শাস্তি হয় না। আমি তাই মামলা করেছি। 

মামলার এজাহারে জানা যায়, ট্রেন পরিচালনায় যারা দায়িত্বে ছিলেন তাদের গাফিলতি আর অবহেলার কারণেই এমন একটি দুর্ঘটনা ঘটেছে। এতে অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে। সবাই যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতেন তাহলে এতো মানুষের ক্ষতি হতো না। 

প্রসঙ্গত, গত সোমবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ‌‘এগার সিন্দুর গোধূল’ ট্রেনকে ঢাকা থেকে চট্টগ্রামগামী মালবাহী ট্রেন ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী ট্রেনের কয়েকটি বগি উল্টে যায়।

ওই দুর্ঘটনার জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৭ জনের মৃত্যু নিশ্চিত করা হয়। ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পরপরই লোকোমাস্টার জাহাঙ্গীর আলম, সহকারী লোকোমাস্টার আতিকুর রহমান ও গার্ড আলমগীর হোসেনকে বরখাস্ত করে কর্তৃপক্ষ।

বাংলা৭১নিউজ/এসএইচবি

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com