রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিপিএলের পর্দা উঠছে আগামীকাল আগামীকাল থেকে ফের শৈত্যপ্রবাহের আশঙ্কা গোয়েন্দা সংস্থা সংস্কারের ঘােষণা দিলেন সিরিয়ার নতুন গোয়েন্দা প্রধান ৩১ ডিসেম্বরের ঘোষণাপত্রটি লিখিত দলিল হবে: সারজিস বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নারীসহ নিহত ৫ আবারও শাহবাগ অবরোধ করলেন চিকিৎসকরা সচিবালয়ে প্রবেশের অপেক্ষায় শতাধিক সাংবাদিক একদিনে আরও ৩৬ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল ভোটার এলাকা পরিবর্তনে ভোগান্তি কমছে নাগরিকদের নড়াইলের বিস্তীর্ণ ফসলের মাঠে দ্যুতি ছড়াচ্ছে হলুদের আভা বেক্সিমকো ঘিরে উদ্ভূত পরিস্থিতির কোনো দায় নেবে না সরকার হিন্দু সে‌জে ডাকা‌তির প্রস্তু‌তিকালে নারীসহ গ্রেপ্তার ১০ অস্ট্রেলিয়ার সৈকতে ২ মেয়েকে বাঁচাতে গিয়ে বাংলাদেশি দম্পতির মৃত্যু তাদের শাস্তি না দিয়ে কী করে সংস্কার করবেন, প্রশ্ন সারজিসের দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত, ১৮১ আরোহীর ১৭৯ জনই নিহত নুরানী বোর্ডের ফল প্রকাশ, পাসের হার ৮৫.২৫ শতাংশ সচিবালয়ে প্রবেশ পাসের বিশেষ সেল গঠন মাশরাফির জন্য অপেক্ষা করবে সিলেট দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট হতেই হবে : এম সাখাওয়াত ট্রাইব্যুনালে প্রধান অভিযুক্তদের বিচার এক বছরের মধ্যে শেষ হবে

ভিয়েতনামে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ৭ মার্চ, ২০২০
  • ৫২ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার’-এ অন্তর্ভূক্তির মাধ্যমে ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের’ স্বীকৃতি লাভের অসামান্য অর্জনকে স্মরণ করেছে ভিয়েতনামের হ্যানয়ে বাংলাদেশ দূতাবাস।

শনিবার (৭ মার্চ) এ উপলক্ষে ভিয়েতনাম দূতাবাসের চ্যান্সারি ভবনে এক বিশেষ কর্মসূচি ও অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ, দোয়া, মোনাজাত, আলোচনা এবং ডকুমেন্টরি প্রদর্শন করা হয়।

ভিয়েতনামে বসবাসরত প্রবাসী বাংলাদেশি, স্থানীয় ভিয়েতনাম অতিথি, দূতাবাসে কর্মরত কর্মকর্তা ও কর্মচারী এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে চার্জ ডি অ্যাফেয়ার্স আলী মহসীন রেজা সমবেত অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন।

তিনি বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, বাঙালি জাতি, বাংলাদেশ ও বঙ্গবন্ধু একাকার! বঙ্গবন্ধুই পেরেছিলেন এ জাতিকে সংঘবদ্ধ করতে, একতাবদ্ধ করতে। বাঙালির মুক্তি আন্দোলনে তিনি বার বার কারাবরণ করেছেন। নিজ জীবন উপেক্ষা করে তিনি সব সংগ্রাম পরিচালনা করেছেন। মহা সংগ্রামী এ নেতার নেতৃত্ব মেনে নিয়ে সেদিন সব শ্রেণীর মানুষ সংঘবদ্ধ হয়েছিল। ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণ বাঙালি জাতিকে স্বাধীনতার যে উদাত্ত আহবান জানিয়েছিল, তারই ফলস্বরূপ আমাদের স্বাধীনতা সংগ্রাম শুরু এবং সে সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রটির অভ্যূত্থান হয়।

তিনি বলেন, জাতির পিতার ৭ মার্চের ভাষণ বাঙালি জাতির মুক্তির সনদ-স্বাধীনতার প্রকৃত ঘোষণা। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে বিশ্বপ্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি দিয়ে ইউনেস্কো শুধু বঙ্গবন্ধুকেই সম্মান জানায়নি, বরং পুরো বাঙালি জাতিকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, বঙ্গবন্ধুর উদ্দীপ্ত ও প্রেরণাদানকারী ভাষণ নতুন প্রজন্মের জন্য এক মাইলফলক হিসেবে সর্বদাই বিরাজমান এবং আজ সারা পৃথিবীতে এ অবিস্মরণীয় ভাষণের মর্মবাণী বিভিন্ন জাতির অনুপ্রেরণা সৃষ্টি এবং গবেষণার বিষয় বস্তুতে পরিণত হয়েছে। জাতিসংঘ ইউনেস্কোর এই স্বীকৃতি বাঙালি জাতির জন্য নিশ্চিত এক বিরল সম্মান।

শেষে ৭ মার্চের ভাষণের ওপর নির্মিত একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন, ভাষণের বাংলা ও ইংরেজি কপি আগত অতিথিদের মধ্যে বিতরণ করা হয়।

বাংলা৭১নিউজ/এফআর

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com