সোমবার, ২৪ জুন ২০২৪, ০৬:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বস্তায় চালের দাম ও জাত লেখা বাধ্যতামূলক করা হয়েছে : খাদ্যমন্ত্রী দেশে নিবন্ধিত সিমের সংখ্যা ৩৩ কোটি ২৭ লাখ ৫৬ হাজার ঘাম ঝরিয়ে নিজেকে ফিট করছেন শাবনূর মারা গেছেন ‘জল্লাদ’ শাহজাহান যাত্রাবাড়ীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৬ এবি ব্যাংকের পুলহাট উপশাখার উদ্বোধন মায়ের কুড়ালের আঘাতে প্রাণ গেলো মেয়ের শ্রমিকদের দাবির প্রতি মালিকদের শ্রদ্ধাশীল হতে হবে পুলিশ সদর দপ্তরের সঙ্গে ইউনিট প্রধানদের এপিএ সই ৮ জুলাই চীন সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে অমীমাংসিত বিষয়গুলো শান্তিপূর্ণ উপায়ে সমাধান হবে ব্লগার নাজিমুদ্দিন হত্যা: মেজর জিয়াসহ চারজনের বিচার শুরু ভারসাম্য ঠিক নেই বলে বিএনপি দোষারোপ করছে : আইনমন্ত্রী তদন্তের আগে কাউকে দুর্নীতিবাজ বলা যাবে না : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতির সাথে বিসিপিএস-এর প্রতিনিধিদলের সাক্ষাৎ পোশাকশ্রমিকদের জন্য ১০ হাজার কোটি টাকা বরাদ্দ দাবি দক্ষিণ কোরিয়ায় ব্যাটারি প্ল্যান্টে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২০ অনলাইন জুয়ায় জড়িত ৫০ লাখ মানুষ, রোধে হচ্ছে সম্মিলিত ড্রাইভ প্রেমিকার শিশুসন্তানকে ট্রেনে ফেলে অপহরণের গল্প সাজান প্রেমিক দ্বিতীয় স্ত্রীর পর দেশ ছাড়লেন মতিউর

ভিভিআইপিদের নিরাপত্তায় কেনা হচ্ছে পেজার

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ২৯ জুন, ২০১৬
  • ১৯৫ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ঢাকা : ভিভিআইপিদের নিরাপত্তায় পেজার (মেসেজ আদান-প্রদানের যন্ত্র) সিস্টেম কিনছে প্রধানমন্ত্রীর কার্যালয়। ভিভিআইপিদের নিরাপত্তার বিষয়টি জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পৃক্ত থাকায় সরাসরি ক্রয় প্রক্রিয়ার মাধ্যমে এ সিস্টেমটি কেনা হবে।

এ জন্য একটি প্রস্তাব অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে পাঠিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এ সংক্রান্ত সার সংক্ষেপে বলা হয়েছে, অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় ব্যবহারের জন্য বিশেষ নিরাপত্তা বাহিনীর সাংগঠনিক কাঠামোতে দুইটি পেজার সিস্টেম প্রাধিকারভুক্ত রয়েছে।

২০০৯ সালে কেনা পেজার সিস্টেমটি টুজি ফ্রিকোয়েন্সি নেটওয়ার্কের আওতাধীন। বর্তমানে বাংলাদেশে টুজি এর ঊর্ধ্ব নেটওয়ার্ক চালু হয়েছে। ফলে এ পেজার সিস্টেমটি ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। বর্তমানে সব ধরনের ভিভিআইপি ডিউটি ও অন্তর্বর্তী গুরুত্বপূর্ণ বার্তা মোবাইলের মাধ্যমে করা হচ্ছে যা নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।

এতে বলা হয়, ভিআইপিদের নিরাপত্তার বিষয় জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পৃক্ত। তাদের নিরাপত্তার কাজে ব্যবহার করা পেজার সিস্টেমের কারিগরি বিনির্দেশ অনাকাঙ্ক্ষিত ব্যক্তি বা সংগঠনের কাছে প্রকাশ হলে ভিআইপিদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বে।

তাই রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে সরাসরি ক্রয় পদ্ধতিতে পেজার সিস্টেম কেনা প্রয়োজন। পিপিএ-২০০৬ এর ৬৮ (১) ধারা অনুযায়ী অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মনিসভা কমিটির সুপারিশ নিয়ে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে জনস্বার্থে সরাসরি কেনাকাটার বিধান রাখা হয়েছে।

অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদন পাওয়া গেলে বর্তমান ফ্রিকোয়েন্সি নেটওয়ার্কের উপযোগী এবং এসএসএফ বিনির্দেশিত কারিগরি স্পেসিফিকেশন অনুযায়ী একক দরদাতা প্রতিষ্ঠান থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনা যাবে।

সার সংক্ষেপে বলা হয়েছে, এ পেজার সিস্টেমটি কেনাকাটার প্রাক্কলিত মূল্য তিন কোটি ৯৬ লাখ ৯৯ হাজার ৯৭২ টাকা।

পিপিআর এর ধারা ৭৬ (২) অনুযায়ী কোনো আর্থিক বছরে সরাসরি ক্রয় পদ্ধতিতে সর্বোচ্চ পাঁচ লাখ টাকার উপকরণ কেনার সুযোগ রয়েছে। এর ঊর্ধ্বমূল্যের কেনাকাটার ক্ষেত্রে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশ প্রয়োজন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট খাতে এ সংক্রান্ত অর্থ বরাদ্দ রয়েছে। ওই খাত থেকেই এ অর্থ পরিশোধ করা হবে। এমন অবস্থায় অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তার কাজে ব্যবহারের জন্য বিশেষ নিরাপত্তা বাহিনীর সাংগঠনিক কাঠামোতে প্রাধিকারভুক্ত আনুষঙ্গিক যন্ত্রপাতিসহ একটি পেজার সিস্টেম পিপিএ ২০০৬ এর ধারা ৬৮ (১) ও পিপিআর এর বিধি ৭৬ (২)-এর বিধান অনুযায়ী সরাসরি কেনার অনুমতি দেয়ার প্রস্তাবটি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বিবেচনা ও সদয় অনুমোদনের জন্য উপস্থাপন করা হলো।

অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে উপস্থাপনের জন্য এ বিষয়ে প্রধানমন্ত্রী সদয় সম্মতি দিয়েছেন। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সহসাই এ প্রস্তাবটি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে অনুমোদনের জন্য উঠবে।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com