শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাবেক রেলমন্ত্রী মুজিবুলসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ এবার কারও পক্ষ নিয়ে কাজ করলে অসুবিধা হবে : কর্মকর্তাদের সিইসি অল্প কিছুদিনের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল ইসলামী ব্যাংকের ভল্ট ভেঙে টাকা চুরি শেখ হাসিনার দুর্নীতি খুঁজে বের করতে টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত ডিএমপির ১২ ডিসিকে বদলি ‘বৃহত্তর ইসরাইলের’ মানচিত্র প্রকাশ, আরব দেশগুলোর কড়া প্রতিবাদ বিমানবন্দরে রক্তাক্ত সেই প্রবাসীকে জরিমানা, হতে পারে জেলও ৩০ জুনের আগেই মহার্ঘভাতা ঘোষণা মানিকগঞ্জে ডিসির রুমের সামনে শিক্ষার্থীদের অবস্থান দাবি মানার আল্টিমেটাম দিয়ে ‌‌শাহবাগ ছাড়লেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা শরীয়তপুরে থানা থেকে ওসির মরদেহ উদ্ধার নিক্সন ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে ৩ হাজার ১৬২ কোটি টাকা লেনদেন শহীদ মিনারের পর শাহবাগ অবরোধ বিডিআর সদস্যের স্বজনদের জেনেভা ক্যাম্পের আলোচিত সন্ত্রাসী চুয়া সেলিম গ্রেপ্তার মা‌র্কি‌নিদের হয়ে ঢাকায় বিশেষ দা‌য়িত্ব সামলাবেন ট্র্যাসি জ্যাকবসন বিসিএসে বাদ পড়া ২২৭ জনের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন রাশিয়ায় বিমানবাহিনীর তেলের ডিপোয় ইউক্রেনের হামলা হাইভোল্টেজ ম্যাচে টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে পাঠালো রংপুর

ভিপি নুরের ওপর ফের হামলা-সংঘর্ষ, আহত ১৫

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৯
  • ৪৬ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরসহ কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ওপর মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলায় ভিপি নুরসহ কমপক্ষে ১৫ জন মারাত্মক আহত হয়েছেন বলে জানিয়েছেন ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা।

আজ রবিবার বেলা পৌনে ১টার দিকে এ হামলা চালানো হয়। এতে ছাত্রলীগের নেতাকর্মীরাও অংশ নেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাষ্ট্রপতিকে গ্রামীণফোনের উকিল নোটিশ পাঠানোর প্রতিবাদে রাজু ভাস্কর্যে মানববন্ধন করে মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশ (বুলবুল -মামুন)। মানববন্ধন শেষে বেলা সাড়ে বারোটার দিকে বুলবুল-মামুনের নেতৃত্বে ডাকসু ভিপি নুরুল হক নুরের কার্যালয়ে যান তারা। সেখানে গিয়ে বহিরাগতদের রাখার অভিযোগ তুলে ডাকসু ভবনের নিচে অবস্থান করে মঞ্চের নেতাকর্মীরা। একই সময়ে ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ ছাত্রলীগের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন ডাকসু ভবনের নিচে। পরে ঢাবি ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক ডাকসু ভিপির কার্যালয়ে গিয়ে বহিরাগতদের বের করে দিলে নিচে থাকা মঞ্চের নেতাকর্মীরা তাদেরকে রড, লাঠিসোঁটা দিয়ে বেধড়ক পেটায়। 

তবে ভিপি নূরের সংগঠন ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীদের অভিযোগ, লাঠিসোটা নিয়ে ডাকসু ভবনের ভেতরে অবস্থানরত ভিপি নুরসহ তার অনুসারীদের ছাত্রলীগের ঢাবি শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে ভিপি কার্যালয়ের ভিতরে তাদের ওপর হামলা করা হয়েছে। হামলায় ভিপি নুরসহ ১৫ জনের মতো হামলায় আহত হন। এ সময় নুরের অফিস কক্ষ ভাঙচুর করা হয়। পরে নূরসহ তার সমর্থকরা কক্ষটি ভিতর থেকে বন্ধ করে দেয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর অধ্যাপক গোলাম রব্বানী ঘটনাস্থলে এসে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

হামলার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী বলেন, বিশ্ববিদ্যালয়ে এই ধরনের ঘটনা অপ্রত্যাশিত। বহিরাগত শিক্ষার্থীদের নিয়ে আসছে এমন অভিযোগের ভিত্তিতে এই ঘটনার সূত্রপাত। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আল মামুন বলেন, ডাকসু ভিপি নূরের অফিস কক্ষে ছাত্রদল শিবিরের ক্যাডারদের নিয়ে মিটিং করছিলো এমন অভিযোগের ভিত্তিতে সাধারণ শিক্ষার্থীরা তাকে প্রশ্ন করে। এ সময় তারা সাধারণ শিক্ষার্থীদের কটূক্তি করে। গুলি ছোড়ে। পরে শিক্ষার্থীরা তাদেরকে প্রতিহত করেছে।

এ বিষয়ে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন,  আমরা কয়দিন ধরেই ক্যাম্পাসে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখতে পাচ্ছি। ডাকসু নূরের নেতৃত্বে বহিরাগত ও শিবির ক্যাডার অপরদিকে মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের মুখোমুখি সংঘর্ষ দেখতে পেয়েছি। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি। দুই পক্ষকেই সরিয়ে দেওয়ার চেষ্টা করেছি। দুই পক্ষই আক্রমণাত্মক ছিলো।  আজকের ঘটনায় যারাই জড়িত ছিলো তাদেরকেই শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি। 

বাংলা৭১নিউজ/এইউএ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com