১১ মাস ধরে উপকারভোগীর ভিজিডির চাল আত্মসাতের অভিযোগে সিরাজগঞ্জ সদরের ৯ নম্বর কালিয়া হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সবুর আলী শেখের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সংস্থাটির সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধর বাদী হয়ে দুদক সমন্বিত জেলা কার্যালয়, পাবনায় মামলাটি দায়ের করেন।
দুদকের জনসংযোগ দপ্তর বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে বলা হয়, আসামি অসৎ উদ্দেশ্যে জালিয়াতির মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে ৭ উপকারভোগীর ভিজিডি কার্ডের ৩০ কেজি করে ১১ মাসের চাল বা ২৩১০ কেজি চাল আত্মসাৎ করেছেন। এর বাজারমূল্য ১ লাখ ৪৫২ টাকা উত্তোলন করেছেন।
দণ্ডবিধির ৪০৯/৪৬৭/৪৬৮/৪৭১ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইন-এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে মামলা করে দুদক।
বাংলা৭১নিউজ/এসএইচ