শনিবার, ২৯ জুন ২০২৪, ১১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গাজায় ৬ লাখেরও বেশি শিশু ৮ মাস ধরে স্কুলে যেতে পারছে না: জাতিসংঘ ভিনিসিউস জাদুতে বড় জয় ব্রাজিলের এসএসএফ সদস্যদের পেশাগত দক্ষতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসরায়েল লেবাননে হামলা চালালে ‘ধ্বংসকারী যুদ্ধ শুরু হবে’ সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত চট্টগ্রামে মার্কেটে ভয়াবহ আগুন, নিহত ৩ ভারত আমাদের পরীক্ষিত বন্ধু: ওবায়দুল কাদের বিষয় ছাড়া কীভাবে ডায়ালগ হবে? প্রধানমন্ত্রীকে ড. ইউনূসের প্রশ্ন সব ধরনের সবজির বাজার উচ্চমূল্যে স্থিতিশীল পাউবো’র ৮টি জোনের মধ্যে প্রথম স্থানে ফরিদপুর মুখোমুখি বিতর্কে বাইডেনের চেয়ে ট্রাম্প এগিয়ে আজ ফুটবলার রাউল গঞ্জালেজের জন্মদিন ‘খালেদা জিয়া স্বেচ্ছায় বেসরকারি হাসপাতালে গেছেন, দায় সরকারের না’ ৪০ লাখ ডলার জেতার আনন্দে হার্ট অ্যাটাক করলেন তিনি নতুন শিক্ষাক্রমে গ্রামের অভিভাবক খুশি, আপত্তি শহুরে বাবা-মায়ের আল-আকসার ইমামের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনল ইসরায়েল ডিএনসিসির অভিযানে ৬০টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে ১০ বিঘা ভূমি উদ্ধার আমের রপ্তানি বাড়াতে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী তিন সেতু থেকে টোল আদায় ১৪৭২ কোটি টাকা ফল ও সবজির রপ্তানি বাড়াতে পর্যাপ্ত এয়ার কার্গো চান ব্যবসায়ীরা

ভাড়াটিয়ার রুমে তাস খেলা ও মাদক সেবনের জেরে বাড়িওয়ালাকে কুপিয়ে খুন

বাংলা৭১নিউজ,ঢাকা:
  • আপলোড সময় রবিবার, ২৬ মে, ২০২৪
  • ১৮ বার পড়া হয়েছে

রাজধানীর তেজগাঁওয়ের নাখালপাড়া এলাকায় ভাড়াটিয়ার রুমে তাস খেলা ও মাদক সেবনকে কেন্দ্র করে মো. রনি (৩০) নামের এক বাড়িওয়ালাকে কুপিয়ে হত্যা করেন ভাড়াটিয়া মো. মোরশেদ আহাম্মেদ (৩৭)। শনিবার (২৫ মে) দিনগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। পরে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চর ভাটিয়ালি এলাকা থেকে অভিযুক্ত মোরশেদকে গ্রেফতার করে তেজগাঁও থানা পুলিশ।

রোববার (২৬ মে) দুপুরে তেজগাঁও থানায় সংবাদ সম্মেলনে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আজিমুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, তেজগাঁও নাখালপাড়া শিয়ামাজর ঢালে রনির বাসায় ভাড়া থাকতো মোরশেদ। ভাড়াটিয়ার রুমে প্রায় সময়ই বাইরের মানুষ এনে তাস খেলতো ও মাদক সেবন করতো রনি। এ নিয়ে বাড়িওয়ালার সঙ্গে ভাড়াটিয়া মোরশেদের বিরোধ তৈরি হয়।

ঘটনার দিন শনিবার রাত আড়াইটার দিকে রনি ও তার বন্ধুরা মোরশেদের রুমে তাস খেলছিল। এ নিয়ে রনির সঙ্গে মোরশেদের কথা কাটাকাটির এক পর্যায় মোরশেদ রনিকে ছুরিকাঘাত করে। পরে রনিকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডিসি আজিমুল বলেন, ঘটনার পর মোরশেদ তার গ্রামের বাড়ি জামালপুর চলে যায়। নিহত রনির মা আসিয়া খাতুন মায়া বাদী হয়ে তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চর ভাটিয়ালি এলাকায় অভিযান চালিয়ে মোরশেদকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোরশেদকে জিজ্ঞাসাবাদের বরাতে ডিসি আজিমুল বলেন, মোরশেদ যে বাসায় ভাড়া থাকতেন সেই বাসার মালিক রনির পরিবার। মোরশেদ মোটরসাইকেল দিয়ে রাইডশেয়ারিং করতো। তার ভাড়া নেওয়া রুমে বাড়ির মালিক রনি ও তার বন্ধুরা তাস খেলতো ও মাদক সেবন করতো। এ কারণে মোরশেদকে প্রায়ই দেরিতে ঘুমাতে হতো। এ নিয়ে তাদের মধ্যে বেশ কয়েকবার বাকবিতণ্ডাও হয়।

‘গত ২৫ মে দিনগত রাতেও ওই রুমে রনি ও তার বন্ধু মশিউর, বায়জুদুল ইসলাম, একিন, অবিতক তাস খেলছিল। ওই রাতেও মোরশেদ বাসায় ফেরার পর তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।’

ডিসি আজিমুল আরও বলেন, এক পর্যায়ে মোরশেদ ছুরি দিয়ে রনিকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এসময় রনির বন্ধুরা চিৎকার করলে রনির ভাই রফিক ছুটে আসেন। তিনি বাধা দিতে চাইলে তাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যান মোরশেদ। গুরুতর আহত অবস্থায় রনি ও রফিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com