বাংলা৭১নিউজ, ডেস্ক: ভারত সরকার মুসলিমদের যোগ ব্যায়ামের শিক্ষক হিসেবে নিয়োগ না দেয়ার নীতি নিয়েছে বলে লিখেছিলেন যে সাংবাদিক, পুলিশ তাকে গ্রেফতার করেছে।
রিপোর্টার পুস্প শর্মা তাঁর প্রতিবেদনের সমর্থনে একটি সরকারী দলিলও প্রকাশ করেছিলেন।
দুই মাস আগে লেখা রিপোর্টে তিনি দাবি করেন, সরকারী নীতি অনুযায়ী যোগ ব্যায়ামের শিক্ষক হিসেবে কোন মুসলিমকে নিয়োগ দেয়া হচ্ছে না।
তবে সরকার দাবি করছে এরকম কোন নীতি তারা নেয়নি এবং যে দলিলটির ভিত্তিতে সাংবাদিক পুস্প শর্মা এই রিপোর্ট করেছেন সেটি জাল। পুলিশ এখন সাংবাদিক পুস্প শর্মার বিরুদ্ধে জালিয়াতিসহ বেশ কয়েকটি অভিযোগ এনেছে।
কিন্তু মিস্টার শর্মা এসব অভিযোগ অস্বীকার করেছেন।
বাংলা৭১নিউজ/জেআর