যশোরের রাজারহাট থেকে আট কোটি ৯৭ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৬০টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৪৯ বিজিবি যশোর ও ২১ বিজিবি খুলনার যৌথ অভিযানে চালানটি উদ্ধার হয়েছে।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় ব্রিফিং করে এ তথ্য জানান যশোর-৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী।
শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, গোপন সংবাদ আসে যে ভারতে পাচারের উদ্দেশে একটি সাদা রঙের প্রাইভেটকার ঢাকা থেকে খুলনা হয়ে যশোরের দিকে আসছে। ওই সময় ৪৯ ও ২১ বিজিবির যৌথ দল প্রাইভেটকারটি ধরার চেষ্টা করে। প্রথমে ৪৯ বিজিবি প্রাইভেটকারটি থামানোর চেষ্টা চালায়। কিন্তু চালক না থামিয়ে গতি বাড়িয়ে দেয়।
পালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলে বিজিবি টিম পৌঁছানোর আগেই পালিয়ে যায় চোরাকারবারিরা। ওইসময় প্রাইভেটকার তল্লাশি করে বিশেষভাবে লুকানো ৬০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন আট কেজি ৯০০ দশমিক ৭৪ গ্রাম। দাম আট কোটি ৯৭ লাখ ৪০ হাজার টাকা।
স্বর্ণেরবারগুলো যশোর কোতোয়ালি থানার মাধ্যমে ট্রেজারিতে জমা এবং প্রাইভেটকার থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও আয়োজিত প্রেস ব্রিফিং-এ জানান বিজিবির এ ঊর্ধ্বতন কর্মকর্তা।
বাংলা৭১নিউজ/এসএইচ