বাংলা৭১নিউজ, সাতক্ষীরা প্রতিনিধি: ভারতে পাচারকালে সাতক্ষীরার বাদামতলা নামকস্থান থেকে দু’কেজি ওজনের স্বর্ণসহ এক চোরাচালানিকে গ্রেফতার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
বৃহস্পতিবার (৮মার্চ ) সন্ধ্যা ৭ টার দিকে একটি ইঞ্জিন ভ্যানে করে ওই স্বর্ণ পাচার করা হচ্ছিলো। আটক চোরকারবারি সাতক্ষীরা সদরের ভাড়–খালি গ্রামের গোলাম সরোয়ারের ছেলে আজিজ হাসান।
বিজিবির ভোমরা কোম্পানি কমান্ডার সুবেদার শফিয়ার রহমান জানান, গোপন সূত্রে খবর পেয়ে আমরা একটি টহল দল নিয়ে সাতক্ষীরা ভোমরা সড়কে অবস্থান করি।
ইঞ্জিন ভ্যানটি মাহমুদপুর বাদামতলার মাঝামাঝি স্থানে এলে ভ্যানটি থামানোর সংকেত দিলে চালক লাফিয়ে দ্রুত পালিয়ে যায়। এসময় ভ্যানে থাকা যাত্রী আজিজ হাসানের কাছে থাকা প্যাকেটে একটি এক কেজি ওজনের, ১০০ গ্রাম ওজনের ৬টি এবং ১০ ভরি ওজনের ৫টি স্বর্ণের বার পাওয়া যায়।
বিজিবির ৩৮ ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্ণেল সরকার মো. মোস্তাফিজুর রহমান জানান, আটককৃত স্বর্ণের দাম আনুমানিক এক কোটি ২০ লাখ টাকা। তিনি আরো জানান, এ বিষয়ে রাতে সাতক্ষীরা সদর থানায় মামলা হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস