বাংলা৭১নিউজ,ডেস্ক: দেশে ফেরার অপেক্ষায় আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি জানিয়েছেন, তিনি খুব ক্লান্ত ও অসুস্থ। তিনি যাতে দ্রুত দেশে ফিরে আসতে পারেন সে জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।আজ শুক্রবার বার্তা সংস্থা ইউএনবিকে এসব কথা জানান বিএনপির নেতা সালাহউদ্দিন আহমেদ।
আজই ভারতে অবৈধভাবে প্রবেশের মামলায় সালাহউদ্দিন আহমেদকে খালাস দিয়েছে দেশটির শিলংয়ের এক আদালত।
সালাহউদ্দিনের উপস্থিতিতে প্রথম শ্রেণির বিচারিক হাকিম আদালতের বিচারক রায় ঘোষণা করেন বলে তাঁর আইনজীবী এ পি মহন্ত জানিয়েছেন।
এ পি মহন্ত বলেন, ‘আদালত সালাহউদ্দিন আহমেদকে খালাস এবং তাঁকে অবিলম্বে প্রত্যাবাসনের জন্য রাজ্য সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।’রায়ে সন্তুষ্টি প্রকাশ করে আইনজীবী এ পি মহন্ত জানান, তাঁর মক্কেল যে নির্দোষ তা রায়ে প্রমাণ হয়েছে।
এদিকে, ফোনে ইউএনবির সঙ্গে আলাপকালে সালাহউদ্দিন আহমেদ জানান, তিনি এখন দেশে ফিরে আসার অপেক্ষায় রয়েছেন। তিনি বলেন, ‘আমি আশা করি ভারত সরকার ও স্থানীয় প্রশাসন রায় বাস্তবায়নে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করবে।’
সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ প্রায় দুই মাস নিখোঁজ থাকার পর ২০১৫ সালের ১১ মে ভারতের উত্তরপূর্বাঞ্চলের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে তাঁকে পাওয়া যায়।
বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশের দায়ে সালাহউদ্দিনকে গ্রেপ্তার এবং তাঁর বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টে মামলা দেওয়া হয়।পরে শিলং পুলিশ অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করে।
অন্যদিকে বিএনপির দাবি, গোয়েন্দা পরিচয় দেওয়া একদল অজ্ঞাত লোক ২০১৫ সালের ১০ মার্চ রাজধানীর উত্তরার এক বাসা থেকে সালাহউদ্দিন আহমেদকে তুলে নিয়ে যায়।
বাংলা৭১নিউজ/সূত্র: ইউএনবি/এসআই