শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতি ১ হাজার ৪৭৬ কোটি টাকার ভারতের মণিপুরে প্রতিবেশী দেশ থেকে ঢুকে পড়েছে ৯০০ যোদ্ধা সূত্রাপুরে ছিনতাইকারী ছুরিকাঘাতে আহত রিকশাচালকের মৃত্যু রাঙ্গামাটিতে তিন উপদেষ্টা, পরিস্থিতি নিয়ে চলছে বৈঠক আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করতে প্রধান বিচারপতির আহ্বান ক্যাচ মিসের মহড়া বাংলাদেশের, ৪৩২ রানের লিড নিয়ে বিরতিতে ভারত ভারতে পাচারের সময় ২২ লাখ টাকার ইলিশ জব্দ পার্বত্য চট্টগ্রামে ইন্টারনেট বন্ধের কোনো নির্দেশনা নেই বায়তুল মোকাররমে ভাঙচুর: আইনি ব্যবস্থা ‌নে‌বে সরকার মোংলায় নিলামে উঠছে ৪০ গাড়ি একদিনে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, ভর্তি ৮৮৭ জাতিসংঘ অধিবেশন: ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ হবে বাইডেনের রাঙ্গামাটির পথে পথে নিরাপত্তা বাহিনীর টহল, পরিস্থিতি শান্ত মোহাম্মদপুরে ২ জনকে কুপিয়ে হত্যা ‘আত্মীয়-স্বজনরা বলতেন, তৃপ্তি নষ্ট হয়ে যাবে, বিয়ে হবে না’ শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলছে মেক্সিকোতে মাদক কারবারিদের সংঘর্ষে নিহত ৫৩, নিখোঁজ ৫১ খাগড়াছড়ি ও রাঙামাটিতে সংঘাতে নিহত ৪ পার্বত্য দুই জেলায় যাচ্ছেন তিন উপদেষ্টা তোফাজ্জল হত্যা: ঢাবির ৬ শিক্ষার্থীর দায় স্বীকার

ভারতের ১০০ মাইলস সাইকেল টিমকে শাহজাদপুরে সংবর্ধনা প্রদান

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৮
  • ১১৫ বার পড়া হয়েছে
দলনেতা স্বরোজিতের হাতে কবিগুরুর স্বহস্তে লিখিত পত্রের অনুলিপি তুলে দিচ্ছেন মিল্কভিটার ভাইস চেয়ারম্যান

বাংলা৭১নিউজ,শামছুর রহমান শিশির, সিরাজগঞ্জ প্রতিনিধি : ‘বাংলা কখনও হয়না ভাগ, বাংলা ভাষায় আমরা এক’ এই শ্লোগানকে সামনে রেখে ভারতের কলকাতা থেকে ঢাকার অভিমুখে যাত্রাকারী ‘ভাষাসূত্র’ প্রোগ্রামের অন্তর্ভূক্ত ১০০ মাইলস সংগঠনের ১৯ সদস্যের টিম (রোববার) রাতে শাহজাদপুরে এসে পৌঁছালে ওই টিমকে সংবর্ধনা প্রদান করছেনে মিল্কভিটার ভাইস চেয়ারম্যান, স্পেশাল পিপি, আ.লীগ নেতা এ্যাড. শেখ মো: আব্দুল হামিদ লাবলু।
এদিন রাতে কলকাতার স্বরোজিত রায়ের নেতৃত্বে ১৯ সদস্যের টিমটি শাহজাদপুর ঐতিহ্যবাহী পাইলট উচ্চ বিদ্যালয়ে এসে পৌঁছালে তাদের এ সংবর্ধনা প্রদান করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, দর্শণা পৌরসভার মেয়র মতিয়য়ার রহমান, বাংলাদেশ আওয়ামী যুবলীগ শাহজাদপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মামুনর রশীদ লিয়াকত, যুবলীগ নেতা রাজীব শেখ, প্রধান শিক্ষক এসএম সাইফুল ইসলাম, শাকীক চৌধুরীসহ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ।
সংবর্ধনা প্রদানকালে এ্যাড. শেখ মো: আব্দুল হামিদ লাবলু ওই টিমের সন্মানিত সকল সদস্যবৃন্দের হাতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্বহস্তে লেখা একটি পত্রের অনুলিপি তুলে দেন।
জানা গেছে, আগামী ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে ঢাকার ২১শে মঞ্চে যোগদানের উদ্দেশ্যে গত ১৪ ফেব্রুয়ারি ভারতের জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে স্বরোজিত রায়ের নেতৃত্বে ১৯ সদস্যের সাইকেল টিমটি ঢাকার অভিমুখে যাত্রা শুরু করে।
গত ১৬ ফেব্রুয়ারি টিমটি ভারতের নদীয়া পার হয়ে বাংলাদেশের দর্শণা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। গত ১৭ ফেব্রুয়ারি টিমটি কুষ্টিয়ার শিলাইদহে কবিগুরগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি পরির্দশণ করে শাহজাদপুরে কবিগুরুর কাছারিবাড়ি পরির্দশণের অভিলক্ষ্যে যাত্রা শুরু করে রোববার রাতে শাহজাদপুরে এসে পৌঁছায়। টিমলিডার স্বরোজিত রায় বলেন, “গত ৬ বছর ধরে প্রতি বছরই কোলকাতা থেকে সাইকেল বহর নিয়ে ঢাকার ২১ শে’র মঞ্চে যোগদানের উদ্দেশ্যে যাত্রা করে আসছি।
এবার টিমরে থিম ‘রবীন্দ্রনাথ’ হওয়ায় যাত্রারুট শিলাইদহ টু শাহজাদপুর টু ঢাকা নির্ধারন করা হয়েছিলো। আশা করছি যথাসময়ে ঢাকা পৌঁছাতে পারবো। বাংলাদেশের প্রতিটি স্থানের মানুষেরা সবসময় আমাদের যে ভালোবাসা দিয়েছেন, তা বলে শেষ করার নয়। এজন্য বাংলাদেশের মানুষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেইসাথে প্রতি বছরের ন্যায় এবারও দর্শণা পৌরসভার মেয়র মতিয়ার রহমান আমাদের সফরসঙ্গী হওয়ায় তার প্রতিও বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শাহজাদপুরে কবিগুরুর কাছারিবাড়ি ও প্রয়াত ভাষাসৈনিক ডা: আলী আজমল বুলবুলের বাড়ি ও সমাধিস্থল পরিদর্শণ করে ঢাকার অভিমুখে আজ (সোমবার) যাত্রা শুরু করবাে। শাহজাদপুরে এসে মানুষের যে নি:খাঁদ ভালোবাসায় সিক্ত হলাম, সেজন্য মিল্কভিটার ভাইস চেয়ারম্যান এ্যাড. শেখ মো: আব্দুল হামিদ লাবলু, ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, যুবলীগ নেত মামুনর রশীদ লিয়াকত, রাজীব শেখ, প্রধান শিক্ষক সাইফুল ইসলামসহ শাহজাদপুরবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের প্রোগ্রাম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বাংলাদেশের মানুষদের সার্বিক সহযোগিতাও কামনা করছি। “

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com