সোমবার, ১৭ জুন ২০২৪, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নেপালকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ ব্যাটারদের ব্যর্থতা: নেপালের বিপক্ষে নড়বড়ে পুঁজি টাইগারদের ত্যাগের মহিমায় ঈদুল আজহা উদযাপন বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত দেশবাসীকে ঈদের শুভেচ্ছা রাষ্ট্রপতির কোরবানির গরু ছিটকে নদীতে, আনতে গিয়ে ডুবে প্রাণ গেলো কৃষকের সীতাকুণ্ডে গঙ্গাস্নানে নেমে দুই শিশুর মৃত্যু শেষ দিনে গরু কিনতে ক্রেতাদের ঢল, দামও বেশি ব্যবসায়ীর চুরি যাওয়া ৪৬ লাখ টাকা উদ্ধার করল পুলিশ সেন্টমার্টিন ইস্যুতে সরকারের পদত্যাগ করা উচিত: মির্জা ফখরুল রাস্তার ওপর তিস্তার পানি, যোগাযোগবিচ্ছিন্ন সিকিম-কালিম্পং বরিশালের সড়কে ঝরল ৪ প্রাণ গাজার দক্ষিণাঞ্চলে ‘কৌশলগত বিরতি’ ঘোষণা ইসরায়েলের সেন্টমার্টিন নিয়ে ফখরুলের বক্তব্য দায়িত্বজ্ঞানহীন: কাদের ৬ ঘণ্টায় বর্জ্য ব্যবস্থাপনায় প্রস্তুত ডিএনসিসি এক রাতের ব্যবধানে আদার দাম কেজিতে বাড়লো ১২০ টাকা মক্কায় হিটস্ট্রোকে ৬ হজযাত্রীর মৃত্যু মিয়ানমারের আগ্রাসী জান্তার সামনে আ.লীগ সরকার নির্বিকার : রিজভী আসুন ত্যাগের মহিমায় দেশ ও মানুষের কল্যাণে কাজ করি : প্রধানমন্ত্রী শেষ সময়েও চাহিদায় ‘ছোট গরু’, বড় গরুর পাইকার বললেন ‘টেনশনে আছি’

ভারতের জাতীয় গোয়েন্দা দপ্তরে বাংলাদেশের পুলিশ প্রধান

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬
  • ১০৭ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ডেস্ক: ভারত ও বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের প্রাক্কালে বুধবার পুলিশের মহাপরিচালক একেএম শহীদুল হকের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধিদল দিল্লির জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ-র সদর দপ্তর পরিদর্শন করেছেন।

ভারতে ইসলামিক স্টেট থেকে শুরু করে বিভিন্ন জঙ্গি সংগঠনের কার্যকলাপের বিরুদ্ধে যাবতীয় তদন্ত কার্যক্রম পরিচালনা করে এনআইএ, সেই সংস্থার সদর দপ্তরে বাংলাদেশের পুলিশ-প্রধান ও অন্য কর্মকর্তাদের সফরকে যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

এই সব সংগঠন ভারতসহ সমগ্র দক্ষিণ এশিয়ায় কীভাবে নিজেদের নেটওয়ার্ক বিস্তার করছে, তা নিয়ে এনআইএ কর্মকর্তাদের সঙ্গে শহীদুল হকের আলোচনা হয়েছে বলেও জানা যাচ্ছে।

এদিকে জঙ্গি সমস্যার মোকাবিলায় ভারত ও বাংলাদেশ বহুদিন ধরেই একসঙ্গে লড়ার কথা বলছে–দুদেশের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের প্রাক্কালে সেই সহযোগিতাকে একটা অন্য মাত্রায় নিয়ে যাওয়ার চেষ্টা দেখা যাচ্ছে দুতরফ থেকেই।

এনআইএ-র কর্মকর্তারা বলেছেন, ‘এতদিন দুদেশের মধ্যে গোয়েন্দা তথ্য বিনিময় হয়ে এসেছে–এখন সেটাকে পরের ধাপে উন্নীত করার সময় এসেছে বলেই তারা মনে করছেন। যেমন ধরুন, দুদেশের গোয়েন্দারা প্রয়োজনে যাতে যৌথভাবে তদন্ত পরিচালনা করতে পারেন বা একটি কমন ডেটাবেস থেকে তথ্য অ্যাক্মেস করতে পারেন সেগুলোও এখন নিশ্চিত করা দরকার।

এদিকে প্রায় সাড়ে তিন বছরের ব্যবধানে প্রথম মুখোমুখি বৈঠকে বসছেন ভারত ও বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীরা–দিল্লিতে নরেন্দ্র মোদি সরকার ক্ষমতায় আসার পর এই প্রথম।

কিন্তু তার চেয়েও বড় কথা, এই বৈঠক হচ্ছে গুলশান ও শোলাকিয়াতে জোড়া জঙ্গী-হামরার ঠিক পর পরই, এবং এই বৈঠকে জঙ্গীবাদ দমনই যে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে তা বলার অপেক্ষা রাখে না।
আজ বিকেল চারটেয় দিল্লিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান কার্যালয় নর্থ ব্লকে দুদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ও আসাদুজ্জামান খান কামালের নেতৃত্বে দুই দেশের প্রতিনিধিদল বৈঠকে মিলিত হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ছাড়াও ভারতের প্রতিনিধিদলে থাকবেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা, বিএসএফ, ভারতের নারকোটিক কন্ট্রোল ব্যুরো ও কোস্ট গার্ডের প্রধানরাও।

বাংলাদেশ দলে আসাদুজ্জামান খান কামালের নেতৃত্বে আরও থাকছেন দেশের পুলিশ-প্রধান একেএম শহীদুল হক, সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-র প্রধান মেজর জেনারেল আজিজ আহমেদ, কোস্ট গার্ডের প্রধান রিয়ার অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী, নারকোটিকস কন্ট্রোল (মাদক নিয়ন্ত্রণ) বিভাগের ডিজি খন্দকার রকিবুল রহমানসহ আরো অনেকে।

সূত্র: বিবিসি

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com