শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ১২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূবালী ব্যাংকের উদ্যোগে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পঁচিশে ফুটতে পারে তাদের বিয়ের ফুল কুষ্টিয়ায় বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র-বোমা উদ্ধার জামায়াত স্বপ্ন দেখে হিংসা-সন্ত্রাসমুক্ত বাংলাদেশের: শফিকুর রহমান হাসিনার প্রটোকল অফিসারের ‘আত্মীয়’ এবার রাষ্ট্রদূতের ‘ছেলে’ আলাপ পে’র সঙ্গে মেট্রোরেলের পেমেন্ট যুক্ত করার পরিকল্পনা প্রবীণ শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা সহিদুল্লাহ চৌধুরী মারা গেছেন চট্টগ্রামে গোপন বৈঠক থেকে আ. লীগ নেতা গ্রেপ্তার বিদায় বেলা ইরানে হামলার পরিকল্পনা বাইডেনের পাহাড়ে ইউপিডিএফের দুটি প্রশিক্ষণ ক্যাম্পের সন্ধান পেলো সেনাবাহিনী ৪৩ বিসিএসে ২৬৭ জনকে বাদ দেওয়া নিয়ে যা বললেন সারজিস করোনার পর এবার চীনের নতুন আতঙ্ক এইচএমপিভি চিত্রনায়িকা অঞ্জনা মারা গেছেন একদল যায়, আরেক দল এসে লুটে খায়: মিজানুর রহমান আজহারী দুদিন পর ঢাকার আকাশে সূর্যের দেখা ঢাকায় সেনাবাহিনীর অভিযানে ১৯ চাঁদাবাজ-ছিনতাইকারী গ্রেফতার লন্ডনে টিউলিপকে বিনামূল্যে ফ্ল্যাট দিয়েছিলেন এক ব্যবসায়ী গাজায় ইসরায়েলের বিমান হামলায় ২ দিনে নিহত ১৩৮ এবারের বিপিএলের প্রথম সেঞ্চুরি উসমান খানের ডাকসু নিয়ে আমরা অনেক আগ্রহী : ঢাবি উপাচার্য

ভারতের গরু না আসায় রাজস্ব কম

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০১৬
  • ১৩৮ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, যশোর: বর্তমানে ভারত থেকে গরু আসা বন্ধ রয়েছে। এতে ভারতের পাচারকারীরা লাভবান হয়েছে। কিন্তু বাংলাদেশি পাচারকারিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অগ্রিম টাকা দেওয়া গরু ব্যবসায়ীরা নিঃস্ব হতে বসেছে।

সেই সাথে সরকার হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব। নাভারন শুল্ক আদায় গরু করিডোরের রাজস্ব কর্মকতা আব্দুস সালাম জানান, গত ৩ মাস ভারত থেকে গরু আসা খুবই কমে গেছে। ফলে গরু থেকে পাওয়া প্রতি মাসে আদায়কৃত রাজস্ব ৫ কোটি টাকা থেকে কমে ১০ থেকে সর্বোচ্চ ১৫ লাখ টাকায় এসে দাঁড়িয়েছে।

ভারত থেকে চোরাই পথে গরু বাংলাদেশের পুটখালী গরু কোরিডোরে জমা করা হয়। এখান থেকে গরু প্রতি নির্ধারিত টাকা নিয়ে গরুর শরীরে রাজস্ব আদায়ের সিল মেরে দিতেন নির্ধারিত কর্মকর্তা। সিল মারার পর এ গরু হয়ে যেত বৈধ। এখান থেকে ট্রাকে এসব গরু ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলার হাটে চলে যেত।

প্রতিবছর কোরবানি ঈদের আগে এ দেশের গরু পাচারকারীরা ভারতের পাচারকারীদের অগ্রিম টাকা দিয়ে থাকে। এবারও ওপারের গরু পাচারের একাধিক সিন্ডিকেটকে এ পাড়ের সিন্ডিকেট অগ্রিম টাকা দিয়েছে। জানালেন যশোরের বেনাপোলের সাদিপুর গ্রামের জয়নাল হোসেনসহ আরও কয়েকজন।

তরিকুল নামে একজন বলেন, এ টাকার একটি অংশ ঢাকা, চট্টগ্রামের মহাজনদের কাছ থেকে অগ্রিম নেয়া হয়েছে। এ টাকা ভারতের পাচারকারী সিন্ডিকেট আদৌ ফেরত দেবে কিনা তা নিয়ে এ দেশের গরু পাচারকারী চক্রের সদস্যরা সন্ধিহান।

বিএসএফের কঠোর কড়াকড়ি আরোপ করায় বেনাপোলের পুটখালী গরু করিডোর এ বছর গরুশূন্য। কিছুদিন আগেও এখানে ছিল জমজমাট গরুর হাট। ঈদ মৌসুমে গরু রাখার জায়গা হতো না। এছাড়া প্রতিদিনই কয়েকশ’ গরু ভারত থেকে আসতো এ করিডোরে।

পুটখালী গরু করিডোরের লিজ গ্রহীতা নাসিম রেজা পিন্টু ফোনে জানান, ‘দেশের সবচেয়ে বড় গরু করিডোর পুটখালী। প্রতি মাসে এ করিডোরে ভারত থেকে গরু আসতো কম-বেশি এক লাখ। এ খাত থেকে সরকারের রাজস্ব আদায় হতো মাসে প্রায় ৫ কোটি টাকা।’

তিনি আরও বলেন, বর্তমানে বিএসএফ গরু আসা বন্ধ করে দেওয়ায় এখন মাসে গরু আসে এক থেকে সর্বোচ্চ দেড় হাজার। আর রাজস্ব আদায় কমে এখন দাঁড়িয়েছে ১০ থেকে ১২ লাখ টাকা।’

প্রসঙ্গত, ভারতীয় আইনে কোনো পশু রফতানি নিষিদ্ধ থাকায় ওই দেশ থেকে কখনই বৈধ পথে গরু বাংলাদেশে আসতো না। চোরাই পথে বিএসএফকে সন্তুষ্ট করে রাখালরা কখনো সাঁতরিয়ে গরু নিয়ে নদী পার হয়ে বাংলাদেশে আসতো। স্থল পথও ব্যবহার করা হতো।

বাংলা৭১নিউজ/এসআর

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com