দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশ ভানুয়াতুতে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৪ তে পৌঁছেছে। বুধবার বিবিসি এ তথ্য জানিয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ভানুয়াতুর রাজধানী পোর্ট ভিলার কাছে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। রাতে ৭ দশমিক ৩ মাত্রার আফটার শক হয়েছে। এসব ঘটনায় কয়েক শতাধিক মানুষ আহত হয়েছে। ধ্বংসস্তূপ সরিয়ে এখনো উদ্ধার তৎপরতা অব্যাহত আছে।
ভূমিকম্পে মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য এবং নিউজিল্যান্ডের দূতাবাসসহ অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পের পরপর বিদ্যুৎ ও মোবাইল পরিষেবা বন্ধ হয়ে যায়।
ভানুয়াতু পুলিশ জানিয়েছে, অনুসন্ধান ও ত্রাণ তৎপরতা চলাকালীন জনসাধারণের চলাচল সীমিত করতে সাত দিনের জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, হতাহতদের মধ্যে চারজন রাজধানী পোর্ট ভিলার হাসপাতালে মারা গেছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পের কারণে এক লাখ ১৬ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএকে