বাংলা৭১নিউজ, এম.নাজিম উদ্দিন,পটুয়াখালী: পটুয়াখালীর বাউফলে আবুল কালাম (৪২) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা ও বোন রিনা বেগমকে (৩০) এলোপাথারীভাবে কুপিয়ে জখম করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় রিনাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
রবিবার গভীর রাতে উপজেলার মদনপুরা ইউনিয়নের মাঝপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। সংশ্লিষ্ট সূত্র জানাগেছে, মাঝপাড়া গ্রামের আবুল কালাম খানের ঘরের সিঁদ কেটে ভেতরে প্রবেশ করে একদল দুর্বৃত্ত। তারা আবুল কালাম খানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।
এ সময় বোন রিনা বেগম বাঁধা দিতে গেলে তাকেও কুপিয়ে জখম করা হয়। ঘটনার পর দুর্বৃত্তরা বাড়ির আসবাবপত্র তছনছ করে মূল্যবান মালামাল লুট করে নেয়। সোমবার ভোরে পুলিশ নিহত কালাম খানের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
স্থানীয়রা জানায়, কালাম ও তার বোন রিনা বেশ সহজ সরল মানুষ। বাড়িতে দুই ভাই বোন ছাড়া আর কেউ থাকেন না। রাতে কখন কি হয়েছে কিছুই জানি না। ভোরে সারা শব্দ না পেয়ে রিনাকে ডাকাডাকি শুরু করি। পরে ঘরের ভিতরে প্রবেশ করলে রিনাকে বাঁধা ও রক্তাক্ত অবস্থায় কালামের লাশ দেখতে পাই।
ঘটনাস্থল পরিদর্শন শেষে পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন সাংবাদিকদের বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি চুরি বা ডাকাতি মনে হচ্ছে না। পূর্ব বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটতে পারে। আহত রিনা বেগমের অবস্থার উন্নতি হলে তার জবানবন্দি নিয়ে ঘটনার আসল রহস্য বের করা হবে।
বাংলা৭১নিউজ/জেএস