বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ১১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রাবাড়ীতে বিপন্ন প্রজাতির হনুমান পাচারের সময় গ্রেপ্তার ২ ব্যারিস্টার আরমানের স্ত্রীকে হেনস্তা করিয়েছিলেন টিউলিপ: রিপোর্ট কামরুল-পলকসহ ৫ জন নতুন মামলায় গ্রেফতার বেনজীরের স্ত্রী ও মেয়ের আয়কর নথি জব্দের আদেশ ভৈরব থানার লুট হওয়া অস্ত্র উদ্ধার অবশেষে মায়ের বুকে ছেলে পোষ্য কোটা বাতিলসহ ৯ দফা দাবিতে শিক্ষার্থীদের অনশন বাঘাবাড়ী নৌবন্দর নাব্য সংকট, ভিড়তে পারছে না জাহাজ নিয়োগ দুর্নীতি : ওয়াসার তাকসিমসহ ১০ জনের বিরুদ্ধে মামলা নির্বাচন সংস্কারে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের ১১ প্রস্তাব লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া ট্রাম্পের মানচিত্রে যুক্তরাষ্ট্রের নতুন অঙ্গরাজ্য কানাডা ২০২৪ সালে সড়কে নিহত ৭ হাজারের বেশি : রোড সেফটি ফাউন্ডেশন সিরিয়ার কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে অভিযানের হুমকি তুরস্কের টিসিবির নতুন চেয়ারম্যান ব্রি. জেনারেল ফয়সাল আজাদ একনেকে ৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ঢাকায় ছিনতাই বেড়ে যাওয়ার কথা স্বীকার করলেন ডিএমপি কমিশনার বিডিআরের নিরপরাধ সদস্যদের মুক্তির দাবিতে পদযাত্রায় পুলিশের বাধা রায়েরবাজারে পরিত্যক্ত অবস্থায় ২৯ রাউন্ড গুলি উদ্ধার ফেলানীর পরিবারের দায়িত্ব নিলেন আসিফ মাহমুদ

ভাইরাল ভিডিও প্যাঁচা যখন সাঁতার কাটে

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ১৭ জুন, ২০১৭
  • ১৪৯ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ ডেস্ক : অ্যাঁ? একি রূপকথার গপ্পো, না ঈশপের কাহিনি যে, পাখি সাঁতার কাটবে? কিন্তু দিন তিনেক আগে মার্কিন মুলুকে ঠিক তা-ই ঘটেছে৷ প্রথম তিন দিনেই তার ভিডিও দেখেছেন আড়াই লাখ মানুষ…

অ্যারিজোনা আর উটার মাঝে লেক পাওয়েল, অর্থাৎ পাওয়েল হ্রদ এলাকায় হাইকিং করছিলেন একদল হাইকার৷ পায়ে হেঁটে যাচ্ছিলেন একটি ক্যানিয়ন বা খাড়ি বেয়ে৷ দু’ পাশে পাথরের দেয়াল, মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে জলধারা; খুব বেশি গভীর নয়; হাইকাররা পানিতে পা ডুবিয়ে হেঁটে যেতে পারছিলেন, কিছুটা গেলেই আবার শুকনো ডাঙা পাওয়া যাবে…

https://youtu.be/SxQLKBYNG5U ততদূর যেতে হলো না৷ তার আগেই চোখে পড়ল একটি অদ্ভূত প্রাণি সাঁতরাচ্ছে৷ সাঁতরাচ্ছে না ‘উড়ছে’ বলা শক্ত৷ বোঝা গেল প্রাণিটি একটি পাখি৷ আরো ঠিক করে বললে একটি গ্রেট হর্নড আউল, অর্থাৎ প্যাঁচা৷ তবে বয়স কম৷ পাখায় এখনো কাঁচাবয়সের পালক দেখা যাচ্ছে৷ আসল কথা হলো, প্যাঁচাটি জলের ওপর পাখা মেলে, ধীরে ধীরে বাতাস কাটার মতো জল কেটে ভেসে চলেছে – মানে সাঁতার দিচ্ছে৷

জীবজগতে সাঁতার দেওয়াটা খুব বড় কথা নয়৷ বাঘ-সিংহ, সারমেয় কিংবা হাতি, সকলেই জলে পড়লে এমনভাবে হাত-পা নাড়ে, যেন শুকনো ডাঙার ওপর দিয়ে যাচ্ছে৷ তাতেই সাঁতারের কাজ হয়৷ মাছরাঙা থেকে শুরু করে সাগরের পাখি, অনেকেই ডুবসাঁতার দিতে পারে৷ সাগরের পাখিরা ওপর থেকে জলে ঝাঁপ খেয়ে মাছ ধরে; পরে জলের তলায় পাখা সাপটে ওপরে উঠে আসে৷ এক কথায় বাতাস বা পানি, মাধ্যম যা-ই হোক না কেন, পাখা ঝাপটালে ভাসা যায়, ওঠা যায়, এগোনো যায়৷ পাখিরা ওসব নিয়ে অত ভাবে না – তাদের তো আর বায়োলজি কিংবা ফিজিক্সের পরীক্ষা দিতে হবে না!

তাই ‘ন্যাশনাল জিওগ্রাফিক’-এ প্রকাশিত এই ভিডিওটিতে আমাদের ‘নট-সো-গ্রেট’ হর্নড আউল খাড়ির জলে পড়ে কী আর করে৷ পাখা ভেজা৷ ওদিকে প্যাঁচারা হলো শুকনো ডাঙার এয়ারোপ্লেন৷ হাইড্রোপ্লেনের মতো তারা জল থেকে আকাশে উঠতে পারে না৷ সেজন্য প্রথমে জল ছেড়ে বেরিয়ে পাখা শুকানো দরকার…

খাড়িটা চওড়া হয়ে খানিকটা বালির চর দেখা দিলে আমাদের প্যাঁচাটিও ঠিক তাই করল৷ একবার শুধু ৩৬০ ডিগ্রি মাথা ঘুরিয়ে যারা ভিডিও তুলছিল, তাদের দেখে নিল৷ ভাবটা এমন ‘‘প্যাঁচাদের সাঁতার কাটতে দেখোনি কখনো? মানুষ যে জলে হাঁটে, আমিও এমনধারা দেখিনি কখনো!”

বাংলা৭১নিউজ/সূত্র:ডয়েচে ভেলে

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com