বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১০:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মিরপুর-১০ মেট্রো স্টেশন চালু হবে এ মাসেই সাবেক সেনা সদস্য হত্যায় ৯ জনের যাবজ্জীবন ইতা‌লি ভিসাপ্রার্থীদের যে বার্তা দি‌লেন পররাষ্ট্র উপ‌দেষ্টা ময়মনসিংহে ‘চাঁদাবাজ’ রানাসহ ৬ আ. লীগ নেতা গ্রেপ্তার নিরাপদ খাদ্য পেতে অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমাতে হবে ছয়দিন বন্ধ থাকবে সোনামসজিদ স্থলবন্দর টি-টোয়েন্টি থেকে মাহমুদউল্লাহর অবসর ঘোষণা শেখ হাসিনা কোথায় আছেন, জানালেন ছেলে জয় সাবেক রেলমন্ত্রী মুজিবুলসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু পিএসসির চেয়ারম্যানসহ সব সদস্যের পদত্যাগ জামিন পেলেন সাবের হোসেন চৌধুরী, কারামুক্তিতে বাধা নেই বাংলাদেশে মানবাধিকার সুরক্ষিত দেখতে চায় যুক্তরাষ্ট্র: মিলার সাইবার নিরাপত্তা আইন বাতিল করতে হবে: ড. ইফতেখারুজ্জামান শাহ্জালাল ইসলামী ব্যাংকে প্রবেশনারি অফিসারদের ফাউন্ডেশন ট্রেনিং কোর্স শুরু দুর্গাপূজার ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন মন্ত্রী-এমপিরা কার ইঙ্গিতে পালালো তাদের শ্বেতপত্র প্রকাশ করুন: ফারুক মোটরসাইকেলের ইঞ্জিনেই চলবে হেলিকপ্টার! তাপসী তাবাসসুমকে আদালতে হাজির হতে নির্দেশ নেত্রকোণায় লাখ মানুষ পানিবন্দি, এক মৃত্যু আন্দোলন দমাতে অস্ত্র ব্যবহার, যুবলীগ কর্মী আরাফাত গ্রেপ্তার

ভরণপোষণ না দেওয়ায় স্বামীকে হত্যা করেন স্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি:
  • আপলোড সময় মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ৩৬২ বার পড়া হয়েছে

সৌদি আরবে থাকতে আবু সাইদ সেন্টু ও হৃদয় বানুর মধ্যে পরিচয় হয়। সেই সূত্র ধরেই প্রবাসেই তারা বিয়ে করেন। বিয়ের কিছু দিন পর তারা বাংলাদেশে ফিরে আসেন। টাঙ্গাইল শহরের বিশ্বাস বেতকা ধোপাপাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন তারা। কিন্তু হৃদয় বানুকে ঠিকমতো ভরণপোষণ দিতেন না সেন্টু, এমনকি বাড়িতেও থাকতেন না তিনি। এনিয়ে ক্ষোভ আর অভিমানে স্বামীকে হত্যা করেন হৃদয় বানু।

মঙ্গলবার (২ আগস্ট) সকাল ১১টার দিকে র‌্যাব-১২ এর ৩ নম্বর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান সংবাদ সম্মেলনে একথা জনান।

এর আগে সোমবার (১ আগস্ট) রাতে সেন্টু হত্যা মামলার আসামি হৃদয় বানুকে হবিগঞ্জ থেকে গ্রেপ্তার করে তারা। 

মারা যাওয়া সেন্টু টাঙ্গাইল সদর উপজেলার তারটিয়া গ্রামের মৃত ওমর আলী খানের ছেলে। 

হৃদয় বানু হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার রাজাপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

মেজর মোহাম্মদ আনিসুজ্জামান জানান, দুই বছর আগে সেন্টু তার প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে হৃদয় বানুকে বিয়ে করেন। বিয়ের সাত মাস পর হৃদয় বানু দেশে ফিরে গাজীপুরের টঙ্গীতে সেন্টুর বড় ভাই খোরশেদের ভাড়া বাসায় ওঠেন। এক মাস পর সেন্টু দেশে চলে আসেন। টঙ্গীতেই হৃদয় বানু কন্যা সন্তান জন্ম দেন। গত দুই মাস আগে তারা টাঙ্গাইল শহরের বিশ্বাস বেতকা ধোপাপাড়া এলাকায় বাসা ভাড়া নেন। সেখানে ১০/১২ দিন পর পর সেন্টু যেতেন। কখনও এক দিন আবার মাঝে মধ্যে ২/৩ ঘণ্টা থেকে চলে যেতেন। হৃদয় বানুর ভরণপোষণও ঠিকমতো দিতেন না সেন্টু। এমনকি যোগাযোগও করতে চাইতেন না তিনি। এতে হৃদয় বানুর স্বামীর প্রতি রাগ ও ক্ষোভ সৃষ্টি হয়।

তিনি আরও জানান, গত ২৭ জুলাই রাত ৯টার দিকে সেন্টু হৃদয় বানুর বাসায় গিয়ে বিদেশ যাওয়ার বিমানের টিকিটের কথা বলে ২৫ হাজার টাকা দাবি করেন। রাতেই হৃদয় বানু তার বাবার বাড়ি থেকে বিকাশের মাধ্যমে ২৫ হাজার টাকা সেন্টুকে দেন। টাকা পেয়ে সেন্টু বাড়ি চলে যেতে চাইলে তাকে বাঁধা দেন হৃদয় বানু। এক পর্যায়ে দুজনের মধ্যে ঝগড়া হয়। পরে সেন্টু হৃদয় বানুর কাছে থেকে যান। রাত ২টার দিকে সেন্টু ঘুমিয়ে পড়েন। এসময় হৃদয় বানু সেন্টুর পেটে ছুরিকাঘাত করেন। এরপর শ্বাসরোধ করে সেন্টুকে হত্যা করে পালিয়ে যান। 

সকালে শিশু মেয়ের কান্নার শব্দ পেয়ে আশপাশের লোকজন ঘরের ভেতর সেন্টুর লাশ দেখতে পান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। ওই ঘটনায় ২৯ জুলাই সেন্টুর প্রথম স্ত্রী নাহিদা খানম বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন।

মেজর মোহাম্মদ আনিসুজ্জামান জানান, হবিগঞ্জের বাপের বাড়ি থেকে সোমবার (১ আগস্ট) রাতে হৃদয় বানুকে গ্রেপ্তার করা হয়। আজকে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com