মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ১০:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
২ লাখ ৩৮ হাজার বেকারের কর্মসংস্থান করবে বেজা খালেদা জিয়াকে বার্তা পাঠিয়ে যা বললেন জিএম কাদের ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন এলএনজি ও চাল আমদানি, ব্যয় ১০২৭ কোটি ৮০ লাখ টাকা নাঈমুল ইসলাম খান ও তার পরিবারের দুর্নীতি অনুসন্ধানে দুদক বাণিজ্য উপদেষ্টার সঙ্গে বিমসটেক সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ প্রথমবারের মতো দেশব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা কবে নাগাদ সব শিক্ষার্থী পাঠ্যবই পাবে জানি না: শিক্ষা উপদেষ্টা ট্রাইব্যুনালের মূল ভবন উদ্বোধন করলেন প্রধান বিচারপতি পুলিশে চাকরি পাচ্ছেন জুলাই বিপ্লবে আহত ১০০ জন জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় শুনানি মুলতবি সচিবালয়ের গেটে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ পাঁচ মাসে আর্থিক স্থিতিশীলতায় খুব বেশি খুশি নয় বাংলাদেশ ব্যাংক জুলাই অভ্যুত্থান নিয়ে চলচ্চিত্র নির্মাণে ৮ পরিচালক নির্বাচিত রংপুরের বিপক্ষে এবার ঢাকা অলআউট ১১১ রানে শক্তিশালী ভূমিকম্পে তিব্বতে নিহত বেড়ে ৯৫ স্ত্রী-ছেলেসহ নাফিজ সরাফতের বাড়ি, জমি ও ১৮ ফ্ল্যাট ক্রোকের আদেশ ফরিদপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ৫ যাত্রী নিহত জুলাই অভ্যুত্থানে আহত ১০০ জনের কর্মসংস্থানের প্রস্তাব

`ভবিষ্যৎ নেতৃত্ব উঠে আসবে শিক্ষার্থীদের মধ্য থেকেই’

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ১৬ মার্চ, ২০১৯
  • ১৭৮ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা তরুণ প্রজন্মের মেধাকে কাজে লাগিয়ে তাঁর সরকার দেশকে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে চায় উল্লেখ করে নবনির্বাচিত ডাকসু নেতৃবৃন্দের উদ্দেশ্যে ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন।প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা চাই বিশ্ববিদ্যালয় সুন্দরভাবে চলুক, আর এজন্য সেখানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ থাকতে হবে।ভবিষ্যৎ নেতৃত্ব উঠে আসবে শিক্ষার্থীদের মধ্য থেকেই।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার বিকেলে তাঁর সরকারি বাসভবন গণভবনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল ছাত্র সংসদের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাতে একথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘আমরা তরুণ প্রজন্মের মেধা ও মননকে আমাদের উন্নয়নের কাজে সম্পৃক্ত করতে চাই, তাঁদের চিন্তা-ভাবনাকে কাজে লাগাতে চাই।’

ডাকসু’র সহসভাপতি নুরুল হক নূর (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রব্বানী ও সহসাধারণ সম্পাদক (এজিএস) সাদ্দাম হোসেন অনুষ্ঠানে বক্তৃতা করেন।

এছাড়া বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি রেজাউল হক চৌধুরী শোভন এবং হল সংসদের ১৮ জন সহসভাপতি বক্তৃতা করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি ও সংগঠনের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সঞ্জিৎ চন্দ্র দাস স্বাগত বক্তৃতা করেন।

স্বৈরশাসকরাই দেশের সামাজিক পরিবেশ নষ্ট করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তারা হঠাৎ ক্ষমতা দখল করে চাকচিক্য পোশাক-আশাকের প্রতি এত বেশি নজর দিয়েছে। তাই বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন করতে পারেনি। আর সেখানেই তাদের ব্যর্থতা।তিনি বলেন, আর আমাদের সফলতা হচ্ছে উন্নয়নে একবারে তৃণমূল পর্যায়ের মানুষের জীবনমানে পরিবর্তন এনে দেয়া।

অতীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্রেণীতে পাঠদান কার্যক্রম অনিয়মিত হয়ে যাওয়ার প্রসংগ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এখন আর কোন সেশন জট নেই। যেখানে ৬,৭ এবং ৮ বছরের সেশন জট ছিল।’এই সেশন জট দূর করার জন্য তাঁর সরকারের কঠোর নির্দেশের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন. ‘কোন সেশন জট থাকবে না এবং সময় মতো পরীক্ষা দিয়ে সবার কৃতকার্য হওয়া নিশ্চিত করতে হবে।’তিনি বলেন, ‘লেখাপড়ার একটা বয়স থাকে এবং তারুণ্যের যে মেধা সেটাকে আমরা দেশের কাজে লাগাতে চাই। সেই মেধাকে আমরা দেশের উন্নয়নের কাজে লাগাতে চাই। মেধা ও মননকে আমরা আরো কার্যকর করতে চাই।’

ভবিষ্যত নেতৃত্ব সৃষ্টিতে ডাকসুকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আখ্যায়িত করে প্রধানমন্ত্রী বলেন, ‘নেতৃত্ব গড়ে তোলার জন্য এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের মধ্য দিয়ে আমাদের দেশে আবার একটা সুস্থ রাজনীতির ধারা ফিরে আসবে।’

শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ডাকসু নির্বাচন আয়োজনে সরকারের সহযোগিতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘ডাকসু নির্বাচনের বিষয়ে সব সময় আমি একটা কথাই বলেছি, যে নির্বাচন যেন শান্তিপূর্ণ হয়। এখানে আমি চাইনি কোন বোমা ও গুলির আওয়াজ বা কোন কিছু ঘটুক। ফলে সবাইকেই বলেছি যে, সতর্ক থাকতে হবে।’তিনি বলেন, ‘কে ভোট পেল, আর কে পেলনা সেটা কোন বড় কথা নয়, আমি চেয়েছি সুষ্ঠু একটা নির্বাচন হোক। ছাত্র-ছাত্রীরা যা চায় তাই হবে।’

নির্বাচনের পরিবেশ যেন বজায় থাকে সেদিকে দৃষ্টি দেয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছিলেন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আমাদের ছাত্রলীগ থেকেও মনোনয়ন দেয়া হয়েছিল। কিন্তু ভিপি পদে আমাদের সভাপতি জয়লাভ করতে পারেনি। কিন্তু আমি বলেছি তুমি তাঁকে (ভিপি পদে নির্বাচিত) গিয়ে অভিনন্দন জানাবে এবং বলবে তাঁকে সবরকম সহযোগিতা করবে।’তিনি এসময় ছাত্রলীগকে ‘ত্যাগের মহিমায় মহিমান্বিত একটি সংগঠন’ হিসেবে আখ্যায়িত করে সেই সংগঠনের মর্যাদা নিয়ে সকলকে চলার আহবান জানান।

প্রতিযোগিতায় হারজিৎ থাকবেই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘তবে, যে জিতেছে তাঁর দায়িত্ব বেশি। কে ভোট দিয়েছে, কে দেয় নাই সেটা দেখার দরকার নেই। বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করাই তাঁর দায়িত্ব।’তিনি বলেন, হল কমিটি ও ডাকসুতে যারা জয়লাভ করেছে প্রত্যেককে এটাই মনে রাখতে হবে, হলে যারা জিতেছে হলের ভালমন্দ তাদের দেখার দায়িত্ব। ডাকসুতে যারা জিতেছে সেখানে তাঁদের দায়িত্ব পালন করতে হবে।

এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যের অক্সফোর্ড বলা হত উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সে মর্যাদা হারিয়ে যায়। যা উদ্ধারেই তাঁর সরকার কাজ করে যাচ্ছে।

সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জরাজীর্ণ ভবনগুলো মেরামত করার এবং কেন্দ্রীয় লাইব্রেরী সম্প্রসারণ এবং ডিজিটালাইজড করায় উদ্যোগ নেবে বলেও প্রধানমন্ত্রী নবনির্বাচিত ডাকসু নেতৃবৃন্দের বক্তব্যের পরিপ্রেক্ষিতে উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী বলেন, সারাদিন শুধু লেখাপড়া নয়, সেই সঙ্গে সংস্কৃতি চর্চা এবং খেলাধূলার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে তাঁর সরকার কাজ করে যাচ্ছে।

প্রধানমন্ত্রী ডাকসু প্রসংগে বলেন, ২৮ বছর পর নির্বাচন হয়েছে। এই গণতান্ত্রিক ধারাবাহিকতা যেন বজায় থাকে। কারণ আমাদের দেশে ধারাবাহিকতাই কোনদিন বজায় থাকতে পারেনি।তিনি অতীত স্মরণ করে বলেন, এই ডাকসু নির্বাচনের পর আমাদের ছাত্রীদের ওপর ছাত্রদলের নেতারা যেভাবে আক্রমণ ও মারধর করেছিল সে কথাটাও মনে রাখা উচিত। এরপর তারা নিজেরা মারামারি করেছে এবং তাঁদের কর্মী মারা গেছে। সেসব ঘটনার পর থেকে সেই বিএনপি আমল থেকেই ডাকসু বন্ধ হয়ে যায়।তিনি বলেন, ‘আমরা ভবিষ্যত নেতৃত্ব খুঁজি। কিন্তু সেই নেতৃত্ব যদি ছাত্রজীবন থেকে গড়ে না ওঠে তাহলে সেই নেতৃত্ব কতটুকুই বা একটা দেশকে দিতে পারবে।’তিনি বলেন, সেজন্যই তাঁর সরকার স্কুল পর্যায় থেকে স্কুল কেবিনেট গড়ার মাধ্যমে নেতৃত্ব গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছে।

প্রধানমন্ত্রী কলেজ জীবনে তাঁর ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গে স্মৃতি রোমন্থন করেন এবং এদেশের ছাত্র রাজনীতিতে কালোটাকা, পেশী শক্তি এবং অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ ঘটনানোর জন্য জিয়াউর রহমানের কঠোর সমালোচনা করেন।

প্রধানমন্ত্রী খালেদা জিয়ার একটি বক্তব্য ‘আওয়ামী লীগের জন্য আমার ছাত্রদলই যথেষ্ট’ এর সমালোচনা করে বলেন, ‘এর বিপরীতে ছাত্রলীগের হাতে আমি কলম ও কাগজ তুলে দিয়ে বলেছিলাম ছাত্রদের কাজ হলো পড়াশোনা করা।’

কোটা বিরোধী আন্দোলনের সময় ভিসি’র বাড়ি ভাংচুরের তীব্র সমালোচনা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘শিক্ষার্থীরা ভিসির বাড়িতে গিয়ে ভাংচুর, লুটপাট, হামলা করবে এটা কখনও কাম্য হতে পারে না।’

প্রধানমন্ত্রী নিরাপদ সড়কের দাবি নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের এক পর্যায়ে আন্দোলনের সঙ্গে রাজনৈতিক ফায়দা হাসিলের লক্ষ্যে অনুপ্রবেশকারীদের সম্পৃক্ত হয়ে ছাত্র নামধারীদের বিভিন্ন ধ্বংসাত্মক কর্মকান্ডের সমালোচনা করেন।তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘সাহস থাকা ভালো। কিন্তু পরিবেশ সম্পর্কেও সচেতন থাকতে হবে। যেন আর একটা দুর্ঘটনা আর কোন সর্বনাশ ডেকে আনতে না পারে।’তিনি বলেন, ‘আমার ভয় ছিল ওখানে যে, এই সূত্র ধরে সেখানে কেউ যদি কোন অশুভ ঘটনা ঘটায় তবে, তার দায় দায়িত্ব কে নেবে, সরকারকেই বহন করতে হবে।’ সরকারের আহবানে শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যাওয়ায় তিনি তাঁদের ধন্যবাদ জানান।

এসব আন্দোলনের ক্ষেত্রে সবসময়ই কিছু সুযোগ সন্ধানীরা থাকে, অতীতেও ছিল এবং অভিষ্যতেও থাকবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এটাই হচ্ছে সবচেয়ে উদ্বেগের বিষয় যে, সেখানে সুযোগ সন্ধানী কেউ ঢুকে গিয়ে আবার কোন অনিষ্ট না করে বসে। কাজেই এসব বিষয়গুলোতে আমাদের ছাত্ররা যারা নেতৃত্ব দেবেন তাদেরকে সচেতন থাকতে হবে।

প্রধানমন্ত্রী নবনির্বাচিত ডাকসু এবং হল ছাত্রসংসদের নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, ‘আজকে যারা নির্বাচিত হয়ে তোমরা এসেছে তোমরা মনে রাখবে এক একটা নেতা হিসেবে তোমরা নির্বাচিত হয়ে এসেছ। সেখানে নেতা হিসেবে কতটুকু তোমার বন্ধু এবং সহপাঠিদের দিতে পারলে, ছাত্র সমাজকে দিতে পারলে আর ভবিষ্যত বাংলাদেশকে তোমরা কি দেবে, সেটাই মাথায় রাখবে।’

শেখ হাসিনা বলেন, ‘ভবিষ্যতে তোমরাই একদিন বাংলাদেশকে নেতৃত্ব দেবে, আর সেই শিক্ষা গ্রহণের সময় এটা। কাজেই সেইভাবে দেশকে ভালবাসবে, দেশের মানুষকে ভালবাসবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিজের ব্যক্তিগত চাওয়া-পাওয়ার উর্ধ্বে উঠে যদি কাজ করতে পার তবেই একজন সফল নেতা হতে পারবে। এটাই জাতির পিতার শিক্ষা। মনে রাখবে যারা জাতির পিতার আদর্শের সৈনিক তারাই কিন্তু দেশের জন্য কাজ করে। অন্য যারা উড়ে এসে জুড়ে বসে ক্ষমতা দখল করে তারা নয়।’তিনি বলেন, যে কারণে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে দেশের উন্নতি হয়। যা অন্য কেউ অতীতে আর করতে পারেনি। আর ভবিষ্যতেও পারবে না।

প্রধানমন্ত্রী বলেন, সেজন্য মুক্তিযুদ্ধের চেতনা নিয়েই আমাদের এগোতে হবে। লাখো শহীদের রক্তস্নাত মুক্তিযুদ্ধের চেতনা নিয়েই বাংলাদেশ গড়ে উঠবে, সেই চেতনা নিয়েই তোমাদের চলতে হবে।

তিনি ছাত্রলীগের মূলনীতি শিক্ষা, শান্তি ও প্রগতির উল্লেখ করে বলেন, ‘শিক্ষার মশাল জ্বেলে শান্তির পথ ধরে প্রগতির পথে তোমরা এগিয়ে যাবে সেটাই আমি চাই এবং বাংলাদেশের সেই অগ্রযাত্রায় তোমরাই ভূমিকা নেবে, তোমাদের জন্য আমার দোয়া ও আশীর্বাদ থাকলো।’

বাংলা৭১নিউজ/এসই

 

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com