ময়মনসিংহে পুলিশ কনস্টেবল সাদ্দাম হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। মাদকের টাকার জন্য পরিবারের লোকজনদের বিরক্ত করার কারণেই বড় ভাইয়ের হাতে খুন হন তিনি।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে কোতোয়ালি মডেল থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ ও পরিদর্শক ফারুক হোসেন।
সংবাদ সম্মেলনে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুল ইসলাম জানান, গত শনিবার নগরীর কল্পা এলাকায় আবুল হোসেনের মেহগনি বাগানে সাদ্দামের বড় ভাই হাবিবুল করিম তপুসহ ২ জন অবস্থান নেন। পরে সাদ্দামকে ফোনে ডেকে আনেন তপু। এসময় তপু জানতে চান, কেন তিনি (সাদ্দাম) বাবা-মাকে লাঞ্ছিত করেন এবং চাকরিতে যোগ দিচ্ছেন না। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সাদ্দামকে শ্বাসরোধে হত্যার পর লাশ ফেলে রেখে পালিয়ে যান তারা।
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, ‘এ ঘটনায় নিহতের স্ত্রী সুমাইয়া আক্তার বাদী হয়ে কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা দারের করেন। পরে মামলার তদন্তে নামে পুলিশ। এ সময় সন্দেহভাজন হিসেবে সাদ্দামের বড় ভাই আনোয়ার হোসেন তপুসহ ২ জনকে গ্রেপ্তারের পর হত্যার আসল রহস্য উদঘাটিত হয়।’
উল্লেখ্য, সম্প্রতি সাদ্দাম হোসেন ছুটিতে বাড়িতে আসেন। ছুটি শেষ হয়ে গেলেও তিনি কর্মস্থলে যোগ দেননি। শুক্রবার রাত ১০টার দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। শনিবার বিকেলে স্থানীয় এক নারী বাগানে পাতা কুড়াতে গিয়ে সাদ্দামের মরদেহ পরে থাকতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
বাংলা৭১নিউজ/এসএইচ